Sunday, November 28, 2021

বৈষ্ণবরা মায়ায় যুক্ত থাকেন:

 বৈষ্ণবরা মায়ায় যুক্ত থাকেন:




যদি ষোন্যাঃ প্রমুচ্যেহহং তৎ প্রপদ্যে মহেশ্বরম্। অশুভক্ষয়কর্তারং ফলমুক্তিপ্রদায়কম্। যদি ষোন্যাঃ প্রমুচ্যেহহং তৎ প্রপদ্যে নারায়নম্। অশুভক্ষয়কর্তারং ফলমুক্তিপ্রদায়কম্। যদি ষোন্যাঃ প্রমুচ্যেহহং তৎ সাংখ্যাং যোগমভ্যাসে। অশুভক্ষয়কর্তারং ফলমুক্তিপ্রদায়কম্। যদি ষোন্যাঃ প্রমুঞ্চামি ধ্যায়ে ব্রহ্ম সনাতনম্।।৯।।


অনুবাদ: যদি আমি যোনি থেকে মুক্তি পাই তাহলে অশুভক্ষয়কারী, মুক্তিফলের প্রদাতা মহেশ্বরের শরন নিই। যদি আমি যোনি থেকে মুক্তি পাই তাহলে অশুভক্ষয়কারী, মুক্তিফলের প্রদাতা নারায়নের শরন নিই। যদি আমি যোনি থেকে মুক্তি পাই তাহলে অশুভক্ষয়কারী, মুক্তিফল প্রদায়ক সাংখ্য যোগ অভ্যাস করি, যদি আমি যোনি থেকে মুক্ত হই তাহলে চিরন্তন ব্রহ্মের ধ্যান করি।

.............. গর্ভোপনিষৎ ০৯


আর নারায়নই ব্রহ্ম এটা তৈতেরিয় আরন্যকেও রয়েছে:

সহস্রশীর্ষ দেবং বিশ্বাক্ষং বিশ্বশংভুবম।
বিশ্বং নারায়নং দেবমক্ষরং পরমং পদম্।
বিশ্বতঃ পরমন্নিত্যং বিশ্ব নারায়নঁহরিম্।
বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বভুপজীবতি।
পতিং বিশ্বস্যাত্মেশ্বরঁ শ্বাশতং শিবমচ্যুতম্।
নারায়ণং মহাজ্ঞেয়ং বিশ্বাত্মানং পরায়ণম্।
নারায়নঃ পরো জ্যোতিরাত্মা নারায়ণঃ পরঃ।
নারায়ণঃ পরং ব্রহ্মতত্ত্বং নারায়ণঃ পরঃ।
নারায়ণঃ পরো ধ্যাতা ধ্যানং নারায়নঃ পরঃ।
যচ্চ কিংচিজ্জগথ্সর্বং দ্দ্যুহ্যতে শ্রুয়তেঽপি বা।
অন্তর্বহিশ্চ তৎসর্ব ব্যাপ্য নারায়ণস্থিতঃ।।
এখানে নারায়ন যে ব্রহ্ম সেটা স্পস্টীকরন করে দিয়েছে।


অথ যোনিদ্বারাং সম্প্রাপ্তো যন্ত্রেণাপীড্যমানো মহতা দুঃখেন জাতমাত্রস্ত্ত বৈষ্ণাবেন বায়ুনা সংস্পৃষ্টঃ। তদা ন স্মরতি জন্ম-মরণানি, ন চ কর্ম শুভাশুভং বিন্দতি।

অনুবাদঃ অনন্তর যোনিদ্বার প্রাপ্ত হয়ে, যন্ত্রণায় সবিশেষ পীড়িত হয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জন্মাবার সঙ্গে বৈষ্ণব(বৈষ্ণব মায়া যুক্ত) বায়ুর দ্বারা গৃহীত হয়। তখন জন্মমৃত্যুসকল আর স্মরন করেনা। শুভাশুভ কর্মের বাদ বিচার মনে থাকেনা।
.............. গর্ভোপনিষৎ ১০।