Sunday, May 23, 2021

গায়ত্রী আহবান ও বিসর্জন মন্ত্র:

 



গায়ত্রী আহবান মন্ত্র:


আয়াতু বরদা দেবী অক্ষরং ব্রহ্মসম্মিতম্

গায়ত্রী ছন্দসাং মাতা ইদং ব্রহ্ম জুষস্ব ন:।।

ওজোহসি সহোহসি বলমসি ভ্রাজোহসি দেবানাং ধাম নামাসি বিশ্বমসি বিশ্বায়ু: সর্বমসি সর্বায়ুরভিভূরোম্। গায়ত্রীমাবাহয়ামি সাবিত্রীমাবাহয়ামি সরস্বতীমাবাহয়ামি।।


অনুবাদ: দেবী, যিনি বর প্রদান করেন, অক্ষর সমতুল্য। ছন্দগুলির মাতা, এই ব্রহ্মস্বরুপ গায়ত্রী আসুন, আমাদের প্রতি প্রসন্না হন। (গায়ত্রাদির আহবান মন্ত্র)- তুমি শক্তি, তুমি সহনক্ষম, তুমি বল, তুমি দীপ্তি, দেবগণের বাসস্থান, তুমি নাম, তুমি নিখিল জগৎ, নিখিল জগতের আয়ু, তুমি সব, সকলের আয়ু, (সকল পাপ) নিবৃত কর, তুমি প্রণব। গায়ত্রীকে আহবান করি, সাবিত্রীতে আহবান করি, সরস্বতীকে আহবান করি।

………… ১/১৫ মহানারয়ন উপনিষধ।



গায়ত্রী বিসর্জন মন্ত্র:


উত্তমে শিখরে দেবী ভূম্যাং পর্বতমূর্ধনি

ব্রাহ্মণেভ্যো হ্যনুজ্ঞাতা গচ্ছ দেবি যথাসুখম্।।


অনুবাদ: হে দেবি, (তোমার অনুগ্রহে পরিতুষ্ট, তোমার উপাসক) ব্রাহ্মণগণ কর্তৃক অনুজ্ঞাত হয়ে সুখ লাভ করে। পৃথিবীতে পর্বতমস্তবক, উত্তম শিখরে (গয়ার পশ্চিমভাগে সন্ধ্যাপর্বতে) গমন কর।

………… ৫/১৫ মহানারয়ন উপনিষধ।


No comments:

Post a Comment