Saturday, September 23, 2023

বিষ্ণু আদি প্রতিমা তিন প্রকার:

 বিষ্ণু আদি প্রতিমা তিন প্রকার:




সাত্বিকী, রাজসী, তামসী যে তিন প্রকার বিষ্ণু আদিকী প্রতিমা হয়। যে প্রতিমা যেখানে যোগ্য ঐ পতিমা ওখানেই পুজ্য।



যে প্রতিমায় যোগমুদ্রা হয়, যে প্রস্তুত, যার হাত বর আর অভয়দানে সদা যুক্ত থাকে, যাকে ইন্দ্র আদির স্তুতি করেন সেই প্রতিমা সাত্বিকী।











তন্ত্র বেদাঙ্গ:

 তন্ত্র বেদাঙ্গ:





....................শুক্রনীতি






ব্রাহ্মণ গ্রন্থও বেদ:

ব্রাহ্মণ গ্রন্থ বেদ:


মন্ত্রব্রাহ্মণয়োর্বেদনামধেয়ম

অনুবাদঃ সংহিতা অংশ যেখানে সুক্তগুলি আছে এবং ব্রাহ্মণ যেখানে যজ্ঞের বিধি নির্দেশ করা হয়েছে এ নিয়ে বেদ।

---- ২৪/১/৩১৬পস্তম্ব শ্রৌতসুত্র।


মন্ত্রব্রাহ্মণয়োর্বেদনাম



............. পৃষ্ঠা ১০৯, শ্লোক নং ৭১, শুক্রনীতি।

Wednesday, September 20, 2023

শাস্ত্রে নিম্বার্কাচার্য্য:

 শাস্ত্রে নিম্বার্কাচার্য্য:



বিষ্ণুস্বামী বামনাংশস্তথা মাধ্বস্তূ ব্রহ্মণ:।

রামানুজস্তূ শেষাংশে নিম্বার্ক: সনকস্য চ।।




অনুবাদ: বামনের অংশে বিষ্ণুস্বামী, ব্রহ্মার অংশে মাধ্বাচার্য্য, শেষাংশে রামানুজ এবং সনকাংশে নিম্বার্ক হইবেন।

............... গর্গ সংহিতা ۔অশ্বমেধ খন্ড ৬১/২৪- ২৬।



..................... প্রকৃতি স্বর্গ, ৭ম অধ্যায়, ভবিষ্যপুরান।