ব্রহ্ম রস ও আনন্দময় তাই রাসও নিত্য
ব্রহ্ম রস ও আনন্দময় তাই রাসও নিত্য।
রসোহহৃপ্সু কৌন্তেয়
অনুবাদঃ হে কৌন্তেয় জলের মধ্যে আমি রস।
...... গীতা ৭/৮
আনন্দময়াধিকরণম্
সুত্র- আনন্দময়োহভ্যাসাৎ।।
সুত্রার্থ- ' আনন্দময়' আনন্দময়-শব্দপ্রতিপাদ্য আত্না ব্রহ্মই, 'অভ্যাসাৎ'- শ্রুতিতে বারবার সেই পরব্রহ্মেরই উল্লেখ করা হয়েছে।
...... ব্রহ্মসুত্র ১/১/১২
রসো বৈ সঃ রসং হ্যেবায়ং লক্ক্বানন্দী ভবতী
....... (তৈঃ অাঃ ৭/১) রামানুচার্য্যের শ্রী ভাষ্য।
আনন্দ আত্না ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা
অনুবাদঃ আনন্দ উহার আত্মা এবং ব্রহ্ম তাহার পুচ্ছ প্রতিষ্ঠা।
........ তৈঃ উঃ ২/৫/১
তদ্বিজ্ঞানেন পরিপশান্তি ধীরা অানন্দরুপমৃতং যদ্বিভাতি।
অনুবাদঃ যিনি অানন্দরুপে অমৃত অাত্মাতেই বিশেষভাবে প্রকাশ পাইতেছেন তাঁহাকে বিবেকিগণ সম্যক জ্ঞানদ্বারাই পরিপূর্ণভাবে দর্শন করেন।
........ মুন্ডক উঃ ২/২/৮
উতৈব স্ত্রীভিঃ সহ মোদমানো
অনুবাদঃ স্ত্রী লোকের সহিত আমোদ প্রমোদ আহ্লাদ হাসি ঠাট্টা করেন।
........ বৃহদারন্যক উঃ ৪/৩/১৩
রস বৈ সঃ
অনুবাদঃ ব্রহ্ম রস স্বরুপ
........ তৈত্তিরীয় উঃ ২/৭/২
নৃত্তায় সূতং গীতায়...... আনন্দায় স্ত্রীষখং...
অনুবাদঃ নৃত্যের উদ্দেশে সুতকে, গীতের উদ্দেশে নটকে নিযুক্ত..... আনন্দে স্ত্রীলোকের সখাকে যুক্ত করেছি।
No comments:
Post a Comment