Friday, April 2, 2021

যুক্তিহীন গতানুগতিক শাস্ত্রের ব্যাবহারে ধর্মের হানি হয়

 


     



কিছু মানুষ মনুসংহিতাকে ব্যবহার করে ধান্ধাবাজি করেন আবার কিছু মানুষ মনুবিরোধী শ্লোগান দেন। এই দুই প্রকারের মনুষ্যই সমাজে বিষফোড়া হয়ে উঠেছে।
তিনসহস্র বছর পুর্বের কোনো শাস্ত্রবিধি যদি অবস্থা পরিবর্তনে সমাজ রক্ষার প্রতিকুল বোধ হয় তবে তাহা অবশ্যই ত্যাজ্য। যুক্তিহীন গতানুগতিক শাস্ত্রের ব্যাবহারে ধর্মের হানি হয়। কর্মনিয়ামক শাস্ত্রও ধর্মশাস্ত্র।
কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্যো বিনির্ণয়ঃ।
যুক্তিহীন-বিচারেণ ধর্মহানিঃ প্রজায়তে।।
....... বৃহস্পতি
অন্যং তৃণমিব ত্যজমপ্যুক্তং পদ্মজন্মনা।।
....... বশিষ্ঠ
স্বয়ং ব্রহ্মাও যদি অযৌক্তিক কথা বলে তবে তাহা তৃণবৎ পরিত্যাগ করিবে।

No comments:

Post a Comment