Saturday, April 10, 2021

পুরানের বৈষ্ণব:

পুরানের বৈষ্ণব:

একদল ফণ্ডিত বলে বেড়াচ্ছে যে যারা বিষ্ণুর উপাসক তারাই বৈষ্ণব আর যারা কৃষ্ণর উপাসক তারা বৈষ্ণব নন। তাহলে যারা নারায়ণের উপাসনা করেন তারা কি? যারা বামনরুপি পরমাত্মার উপাসক তার কি? যারা নৃসিংহরুপি পরমাত্মার উপাসক তারা কি? কৃষ্ণ রুপি পরমাত্মার উপাসকও বৈষ্ণব।

     









শঙ্কর উবাচঃ

"বেদপরায়ণতাঃ কৰ্ম্ম কুৰ্ব্বন্তি বৈদিকম্।।
সত্যং বদন্তি যে দেবি নাসূয়ন্তি পরান্ ক্কচিৎ।
পরনিন্দাং ন কুৰূন্তি পরস্বং ন হরন্তি চ।।
ন স্মরন্তি ন পশ্যন্তি ন স্পৃশ্যন্তি কদাচন।
পরদারান্ সুরুপাংশ্চ যে চ তান বিদ্ধি বৈষ্ণবান্।।"


অনুবাদ: শিব বলিলেন, যারা বেদ অধ্যয়নরত হয়ে বৈদিক কর্মের আচরণ করেন, যাঁরা সত্য কথা বলেন, কখনো অপরের অসূয়া করেন না, পরনিন্দা বা পরধন হরণ করেন না, পরনারী সুরূপা হইলেও কখনো স্মরণ, দর্শন বা স্পর্শ করে না, তাঁদেরকেই বৈষ্ণব বলে জানবে।

............... স্কন্দপুরাণঃ বিষ্ণুখণ্ডঃ বেঙ্কটাচলমাহাত্ম্যম্ ৬/(৫৫-৫৭)

No comments:

Post a Comment