Saturday, April 3, 2021

তথাকথিত আর্য সমাজির অথর্ববেদ ভাষ্যে স্বর্গের উল্লেখ।

জয় মধুসূদনঃ

বিষ্ণোর্নু কং প্রা বোচং বীর্যাণি যঃ পার্থিবানি বিমমে রজাংসি। যো অস্কভায়দুত্তরং সধস্থং বিচক্রমাণস্ত্রেধোরুগায়ঃ।।


অনুবাদঃ সর্ব ব্যাপক প্রভু বিষ্ণুই সর্ব বীরকর্ম করেন। প্রভুই সব অগ্নি, বিদ্যুৎ, সূর্যরুপ জ্যোতির নির্মান করেন। স্বর্গও ধারন করেন। পৃথিবী, অন্তরীক্ষ, দ্যূলোকেরও গতি দিয়ে শীঘ্র গমন করেন।
তথাকথিত অার্য সমাজি হরিশরন স্বীদ্ধান্তলংকার এর ভাষ্য(ভাবার্থ)
......... অথর্ববেদ ৭/৩/১/৪ অথবা ৭/২৬/১



অস্য দেবস্য মীড়হুষো বয়া বিষ্ণোরেসষ্য প্রভুতে হবির্ভি।

অনুবাদঃ অন্যদেবগন যজ্ঞে হব্যদ্বারা প্রাপনীয় আর অভিষ্টদাতা বিষ্ণুর শাখা/অংশ স্বরুপ।
রামগোবিন্দ ত্রিবেদীর ভাষ্য
........ঋগ্বেদ ৭/৪০/৫

এজন্য গীতাই কৃষ্ণ বলে অামি সকল বেদের জ্ঞাতব্য।

No comments:

Post a Comment