Saturday, April 3, 2021

কঠোপনিষদে শ্রাদ্ধ:

কঠোপনিষদে শ্রাদ্ধ:



য ইমং পরমং গুহ্যং শ্রাবয়েদ্ ব্রহ্মসংসদি।
প্রযত: শ্রাদ্ধকালে বা তদানন্ত্যায় কল্পতে
তদানন্ত্যায় কল্পতে ইতি।


ছবিটি গয়ার।

অনুবাদ: যিনি সংযত চিত্ত হইয়া পরম গুহ্য এই উপাক্ষানরুপ গ্রন্থ ব্রাহ্মনদের সভায় অথবা শ্রাদ্ধকালে সমবেত ব্যাক্তিগনকে শ্রবন করান তাঁহার সেই কার্য অনন্ত ফলোৎপাদনে সমর্থ হয়।
........ ১/৩/১৭ কঠোপনিষৎ অথবা ৭১।

No comments:

Post a Comment