Friday, April 2, 2021

চন্ডীতে দেবি বৈষ্ণবী, দেবি বরাহী, দেবী নারসিংহীঃ

দেবি বৈষ্ণবী, দেবি বরাহী, দেবী নারসিংহীঃ












তথৈব বৈষ্ণবীশক্তির্গরুড়োপরি সংস্থিতা।
শঙ্খচক্রগদাশার্ঙ্গখড়্গহস্তাভ্যুপাযযৌ।। ১৮।।

যজ্ঞবরাহমতুলং রুপং যা বিভ্রতো হরেঃ।
শক্তিঃ সাপ্যাযযৌ তত্র বারাহীং বিভ্রতী তনুম্।। ১৯।।

নারসিংহী নৃসিংহস্য বিভ্রতী সদৃশং বপুঃ।
প্রাপ্তা তত্র সটাক্ষেপক্ষিপ্তনক্ষত্রসংহতিঃ।।২০।।






অনুবাদঃ

সেইরুপে গড়ুরবাহনা বৈষ্ণবী(বিষ্ণুর শক্তি( দেবী শঙ্খ, চক্র, গদা, শার্ঙ্গ(বিষ্ণুর ধনু) ও খড়্গহস্তে চন্ডীর সামনে উপস্থিত হইলেন।।১৮।।

অনুপম যজ্ঞ-বরাহমূর্তিধারণকারী বিষ্ণুর শক্তি বরাহীমূর্তি ধারন করিয়া যুদ্ধক্ষেত্রে আসিলেন ।।১৯।।

নারসিংহী(নরসিংহের শক্তি) নরসিংহের মূর্তি ধারণপূর্বক কেশরকম্পনে নক্ষত্রপুঞ্জ চালিত করিয়া তথায় আগমন করিলেন।।২০।।
..... মার্কেন্ডেও পুরান অন্তর্গত চন্ডী (১৮-২০)/৮ রক্তবীজ বধ।

No comments:

Post a Comment