Sunday, April 18, 2021

কাকে ছোট-বড় করেন?

 কাকে ছোট-বড় করেন?






কন্যাকুমারী জেলার শিব রাত্রি ব্রতঃ
শিবালয় ওটম শিবরাত্রি দিবস ১২টি শিব মন্দিরে অনুষ্ঠিত হয়। ওটম শুরু হয় থ্রিমুলায় থেকে শেষ হয় থ্রিনুট্টালামে। থ্রিমুলায়ে পূজা শুরু হয় এবং ব্রত থামিরাভারানি নদীর নিকটে শুরু হয়। প্রথমে তারা গোবিন্দ..... গোপালা মন্ত্র পাঠ করে। এর পর ছাই নেন ও ব্রত শুরু করেন। একে একে ব্রত করতে করতে শঙ্করনারায়ন মন্দির থ্রিনুট্টালামে গিয়ে শেষ করেন। পরে তারা থিরুবতারে আদি কেশব মন্দিরেও ব্রত করেন। তাদের নিকট শিব ও বিষ্ণু/কৃষ্ণ একই পরমেশ্বর।

No comments:

Post a Comment