Saturday, April 10, 2021

বেদের স্বর্গ ও নরক:

বেদের স্বর্গ ও নরক:



প্রজানত্যঘ্ন্যে জীবলোকং দেবানাং পন্থানুসঞ্চরন্তী। অয়ং তে গোপতিস্তং জুষস্ব স্বর্গংলোকমধি রোহয়ৈনম্।।

অনুবাদ: অবধ্য গাভী, ভূলোক জেনে ইন্দ্রাদি দেবগণের উদ্দেশ্যে যাগের জন্য দধিদুগ্ধ হবি প্রভৃতির নিস্পাদন কর্ত্রী তুমি এস, তোমার পালকের সেবা কর, এ মৃত পুরুষকে স্বর্গলোকে প্রেরণ কর্।।
........ অথর্ববেদ ১৮/০৩/০৪


তে বা এতে পঞ্চ ব্রহ্মপুরুষাঃ স্বর্গস্য লোকস্য দ্বারপাঃ স য এতানেবং পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদাস্য কুলে বীরো জায়তে প্রতিপদ্যতে স্বর্গং লোকং য এতানেবং পঞ্চ ব্রহ্মপুরুষান্ স্বর্গস্য লোকস্য দ্বারপান্ বেদ।।

স্বরলার্থঃ এই পঞ্চ ব্রহ্মপুরুষ স্বর্গলোকের দ্বারপাল। যিনি স্বর্গলোকের দ্বারপালরুপী এই পঞ্চ পুরুষকে জানেন তাঁহার কুলে বীর পুত্র জন্ম লাভ করে। যিনি স্বর্গের দ্বারপাল পঞ্চ ব্রহ্মপুরুষকে এইভাবে জানেন, তিনি স্বর্গলোক লাভ করেন।
....... ছান্দোগ্য উপনিষদ ৩/১৩/৬।



আদিত্যা অকাময়ন্ত সুবর্গং লোক।
অনুবাদঃ আদিত্যের স্বর্গলোকে গমন
...... কৃষ্ণ যজুর্বেদ ৭/৪/৬।


সুবর্গং লোক

অনুবাদঃ স্বর্গলোক
........ কৃষ্ণ যজুর্বেদ ৭/৪/৯



সূর্যাচন্দ্রমসৌ ধাতা যথাপূর্বকল্পয়ৎ।
দিবং চ পৃথিবীং চান্তনিক্ষমথো স্বঃ।।

অনুবাদঃ সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী ও আকাশ সৃষ্টি করলেন।
....... ঋগ্বেদ ১০/১৯০/৩




নরকং ন্যরকং নীচৈর্গমনমু
................. ১/১১/১ নিরুক্ত


নারকায় বীরহরণং

অনুবাদ: নরকের জন্য শূর
....... শুক্ল যজুর্বেদ ৩০/০৫

No comments:

Post a Comment