Original name & look of Star plus Mahabharat actor actress:
Wednesday, July 28, 2021
Tuesday, July 27, 2021
গীতার জ্ঞান মরীচি- কাশ্যপ কি পায়নি?
গীতার জ্ঞান মরীচি- কাশ্যপ কি পায়নি?
স্ক্রিনশটের ব্যাক্তি যেহেতু পূর্বে বৈষ্ণব ছিলো তাই তাকে এক্স বৈষ্ণবই বলা হবে। তিনি যদিও দয়াসমাজিতে নাম লিখিয়েছেন তবুও এক্স বৈষ্ণবই বলা হবে কারন দয়াসমাজের কোনো গুরু পরম্পরা নাই।
এক্স বৈষ্ণব যতীন্দ্র বর্মণ তন্ময় বাবুর প্রশ্ন হলো মরীচি ও কাশ্যপ গীতার ৪/১ অনুসারে গীতার সনাতন অব্যয়যোগ কি পান নাই?
আসুন আমরা জেনে নেই মরীচি কে ছিলেন।
মরীচির্ম্মরুতামস্মি
অনুবাদ: মরুৎগণের মধ্যে আমি মরীচি
.............. ১০/২১ গীতা
স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম।
ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে।।
অনুবাদ: হে পুরুষত্তম, হে ভূতভাবন, দেবদেব, হে জগৎপতে, তুমি আপনি আপন জ্ঞানে আপন স্বরূপ জান। (তোমার স্বরূপ আর কেহ জানে না)।
..............১০/১৫ গীতা
এই মরীচি নিজেই বিষ্ণুর স্বরুপ যিনি আপন জ্ঞাণেই এই অব্যয় যোগ অবগত ছিলেন।
এখন আসুন কাশ্যপ কে ছিলেন?
কাশ্যপ পুত্র বামন দেব। মানে বামন রুপী পরমাত্মা। যার পিতা মরীচি আর পুত্র বামন দেব তাহলে সে কি করে এই অব্যয় যোগ থেকে বিরত থাকেন?
আসুন দেখে নেই বেদের বামনরুপী পরমাত্মা দেখে নেই লিংকে:
Sunday, July 11, 2021
জয় জগন্নাথ
জয় জগন্নাথ
তমারাধ্য জগন্নাথং প্রণিপত্য পিতামহ:। পপ্রচ্ছ যোগতত্ত্বং মে ব্রূহি চাষ্টাঙ্গসংযুক্তম্।।৩।।
অনুবাদ: যিনি জগন্নাথ(জগতের প্রভু), তাকে আরোধনা করে এবং প্রণাম করে পিতামহ (ব্রহ্মা) বললেন- ‘আমাকে অষ্টাঙ্গ যোগতত্ত্ব বলুন।’
তমুবাচ ঋষিকেশো বক্ষ্যামি শৃণু তত্ত্বত: । সর্বে জীবা: সুখৈর্দু:খৈর্মায়াজালেল বেষ্টিতা:।।৪।।
অনুবাদ: তাঁকে ঋষিকেশ বললেন, - বলবো শোন, যথার্থত: সকল জীব সুখ ও দু:খ সমুহেতর মায়াজালে বেস্টিত।।
………… কৃষ্ণযজুর্বেদীয় যোগতত্ত্বোপনিষৎ (৩-৪)
আসুন দেখি কপিল সংহিতা কি বলে?
সর্বপাপহরং দেশমোডৃং দেবৈস্তু বন্দিতম্।
শৃণুধ্বং কথ্যমানং হি বিস্তরেণাস্য ভো দিূজা:।
তস্মিন্নোডেৃ সদা শন্তি কৃষ্ণার্কপার্বতীহরা:।
একস্যৈকস্য ক্ষেত্রং তু সর্বপাপপ্রণাশনম্।।
...................... কপিল সংহিতা ২/৩
আদি কৃষ্ণাস্য মাহাত্ম্যং মাহাত্ম্যং ক্ষেত্রতীর্থয়ো:
সংক্ষেপেণ প্রবক্ষ্যামি শৃণূধ্বং ভো দিুজোক্তমা:।।
ক্ষেত্রং নীলাচলং পুণ্যং দারুব্রহ্মস্যরুপিন:।
যস্মিন্ ক্ষেত্রেং ত্যজন্ দেহং নরো বৈকুণ্ঠমাপ্নুয়াত্।।
নীলাচলং মহাপুন্যং নীরদাভং প্রিয়ং মহত্।
দশযোজনবিস্তীর্ণ্ণমুচ্ছিৃতং যোজনার্ধকম্।।
................ কপিল সংহিতা ৩/(২-৪)