গীতার জ্ঞান মরীচি- কাশ্যপ কি পায়নি?
স্ক্রিনশটের ব্যাক্তি যেহেতু পূর্বে বৈষ্ণব ছিলো তাই তাকে এক্স বৈষ্ণবই বলা হবে। তিনি যদিও দয়াসমাজিতে নাম লিখিয়েছেন তবুও এক্স বৈষ্ণবই বলা হবে কারন দয়াসমাজের কোনো গুরু পরম্পরা নাই।
এক্স বৈষ্ণব যতীন্দ্র বর্মণ তন্ময় বাবুর প্রশ্ন হলো মরীচি ও কাশ্যপ গীতার ৪/১ অনুসারে গীতার সনাতন অব্যয়যোগ কি পান নাই?
আসুন আমরা জেনে নেই মরীচি কে ছিলেন।
মরীচির্ম্মরুতামস্মি
অনুবাদ: মরুৎগণের মধ্যে আমি মরীচি
.............. ১০/২১ গীতা
স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম।
ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে।।
অনুবাদ: হে পুরুষত্তম, হে ভূতভাবন, দেবদেব, হে জগৎপতে, তুমি আপনি আপন জ্ঞানে আপন স্বরূপ জান। (তোমার স্বরূপ আর কেহ জানে না)।
..............১০/১৫ গীতা
এই মরীচি নিজেই বিষ্ণুর স্বরুপ যিনি আপন জ্ঞাণেই এই অব্যয় যোগ অবগত ছিলেন।
এখন আসুন কাশ্যপ কে ছিলেন?
কাশ্যপ পুত্র বামন দেব। মানে বামন রুপী পরমাত্মা। যার পিতা মরীচি আর পুত্র বামন দেব তাহলে সে কি করে এই অব্যয় যোগ থেকে বিরত থাকেন?
আসুন দেখে নেই বেদের বামনরুপী পরমাত্মা দেখে নেই লিংকে:
বেদে বামনাবতার🥴
ReplyDeleteহুম বেদে বামনাবতার
Deletehttps://brahma-vaivarta-special.blogspot.com/2021/04/blog-post_18.html
মরুৎগণের মধ্যে আমি মরীচি
ReplyDeleteতো পুরাণে বায়ুকে মরুৎ বলা হয়েছে
তো এই মরীচি কি বায়ু?
পুরানে তো কতোজনকে কতোকিছুই বলে। ওগুলি প্রশংসা মূলোক অর্থে ব্যবহৃত।
Deleteআপনি ঊনপঞ্চাশ মরুতের নাম শুনেছেন ঃ?
ReplyDeleteযতিন্দ্র বর্মন তন্ময় বাবু নাম শোনা হবেনা কেনো? আপনি কি বলতে চান ঐটা পরিস্কার করে বলুন।
Delete