Tuesday, December 28, 2021

ওঁ জপের নিয়ম

 ওঁ জপের নিয়ম:





তথাকথিত নব্যপন্ডিতগন বলেন গীতায় ওঁকার জপের কথা বলা হয়েছে কিন্তু কেনো নাম জপ করা হয়?

গীতা ৮/১৩ এ উল্লেখ রয়েছে একাক্ষর ওঁ উচ্চারন করে মামনুস্বরণ্ / অামাকে স্বরন ( ঈশ্বর - কৃষ্ণ/ কৃষ্ণের স্বরুপ) করতে বলা হয়েছে। শুধুমাত্র ওঁকার নয়।


এখন অাসি ওঁকার জপের নিয়মঃ

                                  প্রাক্ কূলান্ পর্যপাসীনঃ পবিত্রৈশ্চৈব পাবিতঃ।
                                   প্রাণায়ামৈস্ত্রিভিঃ পূতস্তত ওঙ্কারমড়হতি।।


অনুবাদঃ পূর্বাগ্র কুশের আসনে বসে ( 'কূল' কুশের ডগা; পূর্ব দিকে ডগাগুলি রেখে সেই কুশের উপর বসে), দুই হাতে পবিত্র (অর্থাৎ দর্ভ) ধারণ করে নিজে পবিত্র হয়ে, (পনেরটি হ্রস্বস্বর উচ্চারণে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে) তিনটি প্রাণায়ামের দ্বারা বিশুদ্ধ হলে প্রণবোচ্চারণের অধিকারী হওয়া যায়।

........... মনুসংহিতা ২/৭৫

গীতায় তপযজ্ঞের বিধান রয়েছে  আবার ঋগ্বেদে বিষ্ণুর নাম করার কথা বলা হয়েছে।

তাই বিধান মেনে ওঁজপ করবেন নাকি বিধান ছাড়া ভক্তির মাধ্যমে যখন ইচ্ছে তখন ঈশ্বরের নামজপ ও স্বরণ করবেন?






No comments:

Post a Comment