Tuesday, December 28, 2021

বেদে বিষ্ণুর দুই রুপ

 বেদে বিষ্ণুর দুই রুপ:


                     


বেদে বিষ্ণুর দুই রুপ

১) শিপিবিষ্ট (বিবস্বান/সূর্য্য)
২) নরন্ধিষ (জগৎকর্তা)
......... শুক্ল যজুর্বেদ ৮/৫৫।

নিরুক্তিকার যাস্কও বিষ্ণুর দুই রুপের কথায় বলেছেন।


সবিতুশ্চ বিষ্ণোরা সূর্যা

অনুবাদঃ দীপ্তিময় সবিতা, বিষ্ণু ও সূর্য
....... ঋগ্বেদ ১০/১৮১/০৩।

এই মন্ত্রে বিষ্ণু ও সূর্য্য আলাদা তাই স্পষ্টভাবে প্রমান হয় বিষ্ণুর দুটি রুপ।

No comments:

Post a Comment