Wednesday, May 31, 2023

মুখস্ত রাখা:

 মুখস্ত রাখা:



একং সদ বিপ্রা বহুধা বদন্তি 

অনুবাদ: সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে বলে থাকেন

.... ১ম মণ্ডল, ১৬৪নং সুক্ত, ৪৬নং মন্ত্র, ঋগ্বেদ সংহিতা


একং সন্তং বহুধন কল্পায়ন্তি

অনুবাদ: সেই এক ঈশ্বরকে বহুরূপে কল্পনা করা হয়েছে

.......... ১০ম মণ্ডল, ১১৪নং সুক্ত, ৫নং মন্ত্র।


দেবানাং পূর্বে যুগে হসতঃ সদাজায়ত

অনুবাদ: দেবতারও পূর্বে সেই অব্যাক্ত(ঈশ্বর) হতে ব্যক্ত জগত উৎপন্ন হয়েছে

ঋক-১০/৭২/

দ্বে বা ব্রহ্মণো রূপে মূর্তং চেব্যমূর্তং চামৃতং চ স্থিতং চ যচ্চ সচ্চ ত্যচ্চ।। 

অনুবাদ:
ব্রহ্মের দুইটি রূপ- মূর্ত ও অমূর্ত, মর্ত্য ও অমৃত, স্থিতিশীল ও গতিশীল, সত্তাশীল ও অব্যক্ত।

বৃহদারণ্যক উপনিষদ, ২/৩/১


শিবকুণ্ডে শিবানন্দা নন্দিনী দেবিকাতটে।
রুক্মিণী দ্বারবত্যাস্ত রাধা বৃন্দাবনে বনে।।৩৮

অনুবাদ: শিবকুণ্ডে শিবানন্দা, দেবিকাতটে নন্দিনী, দ্বারবতীতে রুক্মিণী, বৃন্দাবনে রাধা।

....................... শ্লোক নং ৩৮, অধ্যায় ১৩

শ্রীকালিন্দু উবাচ্।

আত্মারামস্য কৃষ্ণস্য ধ্রুবমাত্মাম্তি রাধিকা।

তস্যা দাস্যপ্রভবেণ বিবহোহস্মান্ন সংস্পৃশেৎ ।।১১।।

তস্যা এবাংশবিস্তবা: সর্ব্বা: শ্রীকৃষ্ণনায়িকা:।

নিত্যসম্ভোগ এবাস্তি তস্যা সাম্মুখ্যযোগত:।।১২।।

স এব সা স সৈবাস্তি বংশী তৎপ্রেমরুপিকা

শ্রীকৃষ্ণনখচন্দ্রালিসঙ্গাচ্চন্দ্রাবলী স্মৃতা।।১৩।।

রুপান্তবম গৃহ্নানা তযো: সেবাতিলালসা।

রুক্মিণ্যাদিসমাবেশো মযাত্রৈব বিলোকিত:।।১৪।।

অনুবাদকালিন্দী বলিলেন,- আত্মারাম কৃষ্ণের আত্মা রাধিকাআমি তাঁহার দাসীতাহার দাস্য প্রভাবেই কাতরতা আমাকে স্পর্শ করিতে অসমর্থসন্দেহ নাই কৃষ্ণের যে সকল নায়িকাতাঁহারাও সেই রাধিকার অংশবিস্তার জানিবে রাধিকার সহিত নিত্য কৃষ্ণের সম্ভোগ-যোগ বিদ্যমানঅতএব রাধিকযোগে অপর নায়িকারাও কৃষ্ণের সহিত সম্মন্ধযুক্ত হন এই  আমি দেখিতেছিসেই কৃষ্ণসেই রাধিকাসেই তাঁহার প্রেমরুপিণী বংশী এবং যিনি কৃষ্ণের নখচন্দ্রের সংযোগে চন্দ্রবলী বলিয়া সম্মানিত হইতেনসেই চন্দ্রাবলীও   রহিয়াছেন রাধা-কৃষ্ণের সেবায় একান্ত অনুরক্তিবশতই্ঁহারা কেহই  রুপান্তর গ্রহণ করেন নাই আর রুক্মিণ্যাদির সমাবেশও  আমি একই স্থানে দেখিতেছি?

................শ্লোক (২১-২৩), অধ্যায় ২য়স্কন্দপুরান বিষ্ণুখন্ডে ভাগবত মাহাত্ম্য


সমুদ্রতয়া বিদ্মহে বিষ্ণুনায়িকিনা ধীমহি

তন্নো রাধা প্রচোদয়াৎ।।

...............  (১০-১৪)/৪৮/২ লিঙ্গপুরাণ।


আস্য জানান্তো নাম চিদ্বিবক্তন মহস্তে বিষ্ণো সুমতিং ভজামহে

এখানে বিষ্ণুর নাম জেনে কীর্তন করতে বলা হয়েছে। বিষ্ণুর সুমতি হোক বলা হয়েছে।

.................... ঋগ্বেদ ১/১৫৬/৩

বিষ্ণবে শিপিবিষ্টায় স্বাহা, বিষ্ণবে নরন্ধিষায় স্বাহা
এখানে শিপিবিষ্ট (বিবস্বান/সূর্য্য) ও নরন্ধিষ
......... শুক্ল যজুর্বেদ ৮/৫৫।

ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ। দিবীব চক্ষুরাততম্॥

সরলার্থ: আকাশে সর্বত্র বিচারী চক্ষু যেমন বিশদ দর্শন করেন তেমনি বেদজ্ঞ ঋত্বিকগণ বিষ্ণুর পরমপদ বা স্বর্গলোক শাস্ত্রীয় দৃষ্টিতে সর্বদা দর্শন করেন।

................ ১ম মণ্ডল, ২২সুক্ত,২০নং মন্ত্র।


আত্মৈবেদমগ্র আসীৎ পুরুষবিধ:

অম্বয়: আত্মা এব ইদম্(এই পরিদৃশ্যমান জগৎ) অগ্রে অসীৎ(ছিলো) পুরুষবিধ:(পুরুষ রুপে)
সরলার্থ: এই পরিদৃশ্যমান পূর্বে জগৎ পুরুষরুপে ছিলো।
.................... বৃহদারণ্যক উপনিষধ ১ম অধ্যায় ৪র্থ ব্রাক্ষ্মণ ১নং মন্ত্র।


স বৈ নৈব রেমে তস্মাদেদাকী ন রমতে ন রমতে স দ্বীতীয়মৈচ্ছৎ। স হৈতাবানাস। যথা স্ত্রীপুমাংসৌ সংপরিচ্বক্তৌ স ইমমেবাত্মানং দ্বেধাপাতয়ত্তত: পতীশ্চ পত্নী চাভবতাং তস্মাদিদমর্ধবৃগলমিব স্ব ইতি স্মাহ যাজ্ঞবল্ক্যস্তস্মাদয়মাকাশ: স্ত্রিয়া পূর্যত এব তাং সমভবত্ততো মনুষ্যা অজায়ন্ত।

সরলার্থ: তিনি আন্দ পাইলেন না সেইজন্য কেহ একা থাকিয়া আনন্দ পান না। তিনি দ্বিতীয় (সঙ্গী লাভ করিতে) চাইলেন। স্ত্রি ওপুরুষ আলিঙ্গিত হইলে যে পরিমান হয় তিনি ততখানিই ছিলেন। তিনি নিজের দেহকে দুইভাগে ভাগ করিলেন । এইভাবে পতি ও পত্নী হইল। এজন্য যাজ্ঞবল্ক্য বলিয়াছেন প্রত্যেকে নিজে অর্ধ বিদলের মতো’; এই জন্য শুন্যস্থান স্ত্রি দ্বারা পূর্ণ হয়। কতনি সেই পত্নীতে মিথূনগতভাবে উপগত হইয়াছিলেন। তাহার ফলে মানুষের উৎপত্তি হইলো।
..................... বৃহদারণ্যক উপনিষধ ১ম অধ্যায় ৪র্থ ব্রাক্ষ্মণ ৩নং মন্ত্র।

মহাভারতের যুগ থেকে রাজা:

 মহাভারতের যুগ থেকে রাজা:


ইন্দ্রপ্রস্থের শেষ রাজা ছিলেন শ্রী যশপাল রাজা শ্রী যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত আনুমানিক ১২৪ জন রাজা, মোট ,১৭৫ বছর মাস ১৪ দিন রাজত্ব করেছিলেন

 

শ্রীমান যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ,৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করেছিলেন নিম্নে তার বিবরণ তুলে ধরা হলোঃ

 

রাজা যুধিষ্ঠির৩৬ বছর মাস ১৪ দিন

রাজা পরীক্ষিত = ৬০২৫ (৬০ বছর- মাস২৫ দিন)

রাজা জনমেজয় = ৮৪-২৩

রাজা অশ্বমেধ = ৮২--৩২

দ্বিতীয় রাম = ৮৮--

ছত্রমল = ৮১-১১-২৭

চিত্ররথ = ৭৫--১৮

দুষ্টশৈল্য = ৭৫-১০-২৪

রাজাউগ্র সেন = ৭৮--২১

১০ শূরসেন = ৭৮-০৭-২১

১১ ভুবনপতি = ৬৯--

১২ রণজিৎ = ৬৫-১০-০৪

১৩ ঋক্ষক = ৬৪--

১৪ সুখদেব = ৬২--২৪

১৫ নরহরিদেব = ৫১-১০-০২

১৬ সুচিরথ = ৪২-১১-০২

১৭ শূরসেন (২য়) = ৫৮-১০-০৮

১৮ পর্বতসেন = ৫৫-০৮-১০

১৯ মেধাবী = ৫২-১০-১০

২০ সোনচীর = ৫০-০৮-২১

২১ ভীমদেব = ৪৭-০৯-২০

২২ নৃহরিদেব = ৪৫-১১-২৩

২৩ পূর্ণমল = ৪৪-০৮-০৭

২৪ করদবী = ৮৮-১০-০৮

২৫ অলংমিক = ৫০-১১-০৮

২৬ উদয়পাল = ৩৮-০৯-

২৭ দুবনমল = ৪০-১০-২৬

২৮ দমাত = ৩২--

২৯ ভীমপাল = ৫৮-০৫-০৮

৩০ ক্ষেমক = ৪৮-১১-২১

 

মুলত পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায় রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করেন তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর মাস ১৭ দিন রাজত্ব করেন তাঁদের তালিকাঃ

 

বিশ্রবা = ১৭-০৩-২৯

পুরসেনী = ৪২-০৮-২১

বীরসেনী = ৫২-১০-০৭

ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩

হরিজিৎ = ৩৫-০৯-১৭

পরমসেনী = ৪৪-০২-২৩

সুখপাতাল = ৩০-০২-২১

কদ্রুত = ৪২-০৯-২৪

সজ্জ = ৩২-০২-১৪

১০ ফমরচূড় = ২৭-০৩-১৬

১১ অমীপাল = ২২-১১-২৫

১২ দশরথ = ২৫-০৪-১২

১৩ বীরসাল = ৩১-০৮-১১

১৪ বীরসালসেন = ৪১-০০-১৪

 

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করিয়া রাজ্যাধিকার করেন তাঁহার বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর মাস দিন রাজত্ব করেন তাঁদের তালিকা

 

রাজা বীরমহা = ৩৫-১০-০৮

অজিত সিংহ = ২৭-০৭-১৯

সর্বদত্ত = ২৮-০৩-১০

ভুবনপতি = ১৫-০৪-১০

বীরসেন (প্রথম) = ২১-০২-১৩

মহীপাল = ৪০-০৮-০৭

শত্রুশাল = ২৬-০৪-০৩

সঙ্গরাজ = ১৭-০২-১০

তেজপাল = ২৮-১১-১০

১০ মানিক চাঁদ = ৩৭-০৭-২১

১১ কামসেনী = ৪২-০৫-১০

১২ শত্রুমর্দন = ০৮-১১-১৩

১৩ জীবনলোক = ২৮-০৯-১৭

১৪ হরিরাও = ২৬-১০-২৯

১৫ বীরসেন (২য়) = ৩৫-০২-২০

১৬ আদিত্যকেতু = ২৩-১১-১৩

প্রয়োগের রাজাধন্ধব মগধদেশের রাজা আদিত্যকেতুকে হত্যা করে রাজ্যাধিকার করেন তাঁহার বংশ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করেন তাঁদের তালিকা

রাজা ধন্ধর = ৪২-০৭-২৪

মহর্ষি = ৪১-০২-২৯

সনরচ্চী = ৫০-১০-১৯

মহাযুদ্ধ = ২০-০৩-০৮

দূরনাথ = ২৮-০৫-২৫

জীবনরাজ = ৪৫-০২-০৫

রুদ্রসেন = ৪৭-০৪-২৮

অরীলক = ৫২-১০-০৮

রাজপাল = ৩৬-০০-০০

 

সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করেন তিনি এক পুরুষে ১৪ বছর রাজত্ব করেন তাঁর কোন বৃদ্ধি নাই

 

রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন তাঁহার বংশ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন তাঁহার কোন বৃদ্ধি নাই

 

শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, মাস ২৭ দিন রাজত্ব করেন তাঁহাদের তালিকা-

 

সমুদ্রপাল = ৫৪-০২-২০

চন্দ্রপাল = ৩৬-০৫-০৪

সাহায়পাল = ১১-০৪-১১

দেবপাল = ২৭-০১-১৭

নরসিংহপাল = ১৮-০০-২০

সামপাল = ২৭-০১-১৭

রঘুপাল = ২২-০৩-২৫

গোবিন্দপাল = ২৭-০১-১৭

অমৃতপাল = ৩৬-১০-১৩

১০ বলীপাল = ১৩-০৮-০৪

১১ মহীপাল = ১৩-০৮-০৪

 

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করিতে আরম্ভ করেন তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস দিন রাজত্ব করেন তাঁদের তালিকা

 

রাজা আধীসেন = ১৮-০৫-২১

বিলাবলসেন = ১২-০৪-০২

কেশবসেন = ১৫-০৭-১২

মাধবসেন = ১২-০৪-০২

ময়ূরসেন = ২০-১১-২৭

ভীমসেন = ০৫-১০-০৯

কল্যানসেন = ০৪-০৮-২১

হরিসেন = ১২-০০-২৫

ক্ষেমসেন = ০৮-১১-১৫

১০ নারায়ণসেন = ০২-০২-২৯

১১ লক্ষ্মীসেন = ২৬-১০-০০

১২ দামোদর সেন = ১১-০৫-১৯

 

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করা আরম্ভ করেন তাঁহার বংশ পুরুষ, ১০৭ বৎসর মাস দিন রাজত্ব করেন তাঁদের তালিকা

 

দীপসিংহ = ১৭-০১-১৬

রাজসিংহ = ১৪-০৫-০০

রণসিংহ = ০৯-০৮-১১

নরসিংহ = ১৩-০২-২৯

জীবনসিংহ = ০৮-০০-০১

 

কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করা আরম্ভ করেন তাঁর বংশ পুরুষ, ৮৬ বৎসর মাস ২০ দিন রাজত্ব করেন তাঁহাদের তালিকা

 

পৃথ্বী রাজ = ১২-০২০১৯

অভয়পাল = ১৪-০৫-১৭

দুর্জ্জব পাল = ১১-০৪-১৪

উদয়পাল = ১১-০৭-০৩

যশপাল = ৩৬-০৪-২৭

 

সুলতান শাহাবুদ্দিন ঘোরী গজনীর দুর্গা হতে রাজা যশপালকে আক্রমণ করেন এবং ১২৪৯ সালে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করেন অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করেন তাঁর বংশ ৫৩, ৭৪৫ বৎসর, মাস ১৭ দিন রাজত্ব করেন সম্পর্কে বহু তথ্য লিখিত আছে তাই আর উল্লেখ করছিনা

 

ঈশ্বর সকল শুভ শক্তির ধর্মের ধারকদের মঙ্গল করুন