Tuesday, August 22, 2023

কেউ মারা গেলে মন্ত্র ও শ্লোক উচ্চারন:

 কেউ মারা গেলে মন্ত্র ও শ্লোক উচ্চারন:



প্রেহি প্রেহি পথিভিঃ পূর্ব্যেভির্য়ত্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ উভা রাজানা স্বধয়া মদন্তা য়মং পশ্যাসি বরুণং দেবং 

সরলার্থ-হে জীবাত্মা! যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষগণ (বিদ্বান মানবগণ) গিয়েছেন, তুমিও সেই পথে গমন করো এবং গমন করে প্রসন্নভাবে মুক্ত জীবাত্মা ঈশ্বর উভয়কে দেখো

……………… ১০/১৪/৭ ঋগ্বেদ।

 

ওঁ কৃত্বা তু দুস্কৃতং কর্ম জানতা বাপ্যজানতা

মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম।।

ধর্মাধর্মসমাযুক্তম লোভমোহসমাবৃতম

 দহেয়ং সর্ববগাত্রাণি দিব্যান্ লোকান্ গচ্ছতু।।

অনুবাদ: তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিলো হে অগ্নিদেব, আপনি সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান

................. পুরোহিত দর্পন

 

এতদ বৈ পরমং তপো যত্ প্রেতমপ্লবভ্যা দধতি

অনুবাদ: মৃতদেহ কাধে বহন করা এবং তা দাহ করা সর্বোচ্চ তপস্যা এজন্যই এর নাম সৎকার

................. বৃহদারন্যক উপনিষদ /১১/

 

শরীরদাহে পতাকাভাবাৎ

অনুবাদ: মৃত দেহকে দাহ করলে পতাকাদি দোষ লাগে না বরং ইহা পূর্ণ কর্ম

..... ন্যায় দর্শন //

 

জাতস্য হি ধ্রুবমৃত্যো দ্রুবং জন্ম মৃতস্য

....... গীতা

No comments:

Post a Comment