পরমহংস কাদের বলা হয়/যায়?
ত্রিদণ্ডং কমণ্ডলুং শিক্যং পাত্রং জলপবিত্রং শিখাং যযজ্ঞোপবীতং চেত্যেতৎসর্বং ভূ: স্বাহেত্যপ্সুপরিত্যজ্যাত্মানমন্বিচ্ছেৎ।।
অনুবাদ: (সন্ন্যাসী) ত্রিদণ্ড কমণ্ডলু শিক্যং পাত্রং জলপবিত্রং শিখাং যজ্ঞোপবীতং চেত্যেতৎসর্বং ভূ: স্বাহেত্যপ্সু পরিত্যজ্যাত্মানমন্বিচ্ছেৎ।।
যথা জাতরুপধরো নির্দ্বন্দ্বো নিস্পরিগ্রহ স্তত্তত্ত্বব্রহ্মমার্গে সম্যক্সংপন্ন: শুদ্ধমানস: প্রাণসংধারণার্থং যথোক্তকালেবিমুক্তো ভৈক্ষমাচরন্নুদরপাত্রেণ লাভালাভৌ সমৌ ভূত্বা শূন্যাগারদেবগৃহতৃণকূট-বল্মীকবৃক্ষমূলকুলালশালাগ্নিহোত্র-নদীপুলিন-গিরিকুহরকন্দরকোটরনির্ঝরস্থণ্ডিলেষ্বনিকেতবাস্যপ্রযত্নো নির্মম: শুক্লধ্যানপরায়ণোহধ্যাত্ননিষ্ঠোহশুভকর্মনির্মূলনপর: সংন্যাসেন দেহত্যাগং করোতি স পরমহংসো নাম স পরমহংসো নামেতি।।
অনুবাদ: যিনি বস্ত্রহীন, সুখদু:খাদি দ্বন্দ্বরহিত, কোন দত্ত বস্তু গ্রহণ করেন না, পূর্বোক্ত ব্রহ্মমার্গে সম্যক্ পরিনত, প্রাণধারণের জন্য নিরাসক্ত হয়ে উদরপূর্তির জন্য ভিক্ষাচরণ করে, লাভালাভে তূল্যজ্ঞানী হয়ে শূন্য গৃহ দেবমন্দির, পর্ণশালা, উইঢিবি, তরুমূল, কুমোরবাড়ি, অগ্নিহোত্রস্থান, নদীতট, গিরিগুহা, উপত্যকা, প্রসবনস্থল, যজ্ঞবেদী- এই সকল স্থানে স্বগৃহহীন, নিশ্চেষ্ট, মমতাশূন্য ও ব্রহ্মধ্যাননিষ্ঠ হয়ে অশুভকর্ম সমূলে পরিহারপূর্বক সন্ন্যাস নিয়ে দেহত্যাগ করেন তাঁরই নাম পরমহংস, তাঁরই নাম পরমহংস।।
............ জাবাল উপনিষধ
No comments:
Post a Comment