Friday, July 24, 2020

নারদ পঞ্চরাত্রে রাধাই কৃষ্ণবল্লভা, কৃষ্ণসংযুক্তা এবং তার সহস্রনামে নীলাদেবী

নারদ পঞ্চরাত্রে রাধা




    Chiffon Red Lord Krishna Radha Poshak, Shree Radhika Designs | ID ...

দেবী রাধা পরা প্রোক্তা চতুর্ব্বর্গপ্রসাধিনী

ওঁ

শ্রীরাধা রাধিকা কৃষ্ণবল্লভা কৃষ্ণ সংযুতা।।১১।।

অনুবাদ:  এবং চতুর্বর্গ প্রসাধিনী রাধা পরমদেবতা কথিত হইয়াছেন। শ্রীরাধা, রাধিকা কৃষ্ণবল্লভা, কৃষ্ণসংযুতা।।১১।।

…………… শ্লোক নং ১১, পঞ্চম রাত্র, পঞ্চম অধ্যায়, নারদপঞ্চরাত্র।


বৃন্দাবনেশ্বরী কৃষ্ণপ্রিয়া মদনমোহনী।

শ্রীমতী কৃষ্ণকান্তা চ কৃষ্ণানন্দপ্রদায়িনী।।১২।।

অনুবাদ:  বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণপ্রিয়া, মদনমোহিনী, শ্রীমতী, কৃষ্ণকান্তা, কৃষ্ণানন্দ প্রদায়িনী।।১২।।

…………… শ্লোক নং ১২, পঞ্চম রাত্র, পঞ্চম অধ্যায়, নারদপঞ্চরাত্র।

     


সর্পিনী কেলিনী ক্ষেত্রবাসিনী জগদন্বয়া।

জটিলা কুটিলা নীলা নীলাম্বরধরা শুভা।।৯৪।।

অনুবাদ: সর্পিনী, কৌলিনী, ক্ষেত্রবাসিনী, জগন্বয়া, জটিলা, কুটিলা, নীলা, নীলাম্বরধরা, শুভা।।৯৪।।

…………… শ্লোক নং ৯৪, পঞ্চম রাত্র, পঞ্চম অধ্যায়, নারদপঞ্চরাত্র।

No comments:

Post a Comment