Monday, July 27, 2020

কৃষ্ণ জামল তন্ত্রে রাধাই পরমব্রহ্ম এবং পুরুষরুপে শ্যামবিগ্রহথারিণী

কৃষ্ণ জামল তন্ত্র থেকে রাধার কয়েকটি ছবি দেওয়া হলো।

  
    



 শ্রী রাধা উবাচ
অহমেব পরংব্রহ্ম পুরুষঃ শ্যামবিগ্রহঃ।
অহং সা পরমাশক্তি শ্রীমৎত্রিপুরসুন্দরী।।
অহং তদ্ব্রহ্ম পরমং সূক্ষ্মং জ্যোতির্নিরঞ্জনম্।
অহমানন্দরূপাহস্মি কৃষ্ণহসৌ রসবিগ্রহঃ।
প্রেমস্বরূপা সা দেবী মহাত্রিপুরসুন্দরী।।
বিনা প্রেমরসো নাস্তি ন চানন্দো রসং বিনা।
প্রেমানন্দো রসশ্চৈব এক এব ন সংশয়ঃ।।






শ্রীরাধা বলিলেন
আমিই পরমব্রহ্ম এবং পুরুষ রূপে আমিই শ্যামবিগ্রহধারিণী। আমিই সেই পরমাশক্তি শ্রীমৎত্রিপুরসুন্দরী। সেই ব্রহ্ম রূপে আমি পরম সূক্ষ্ম, জ্যোতিস্বরূপ ও নিরঞ্জন। আমি আনন্দস্বরূপা ও শ্রীকৃষ্ণ রসস্বরূপ। ভগবতী মহাত্রিপুরসুন্দরী প্রেমস্বরূপা। প্রেম ভিন্ন রসের অস্তিত্ত্ব নেই, আনন্দও রস ভিন্ন হয়না। তাই প্রেম, আনন্দ ও রস একই বস্তু, এতে সন্দেহ নেই।
শ্রীকৃষ্ণযামল

No comments:

Post a Comment