শ্রী রাধা উবাচ
অহমেব পরংব্রহ্ম পুরুষঃ শ্যামবিগ্রহঃ।
অহং সা পরমাশক্তি শ্রীমৎত্রিপুরসুন্দরী।।
অহং তদ্ব্রহ্ম পরমং সূক্ষ্মং জ্যোতির্নিরঞ্জনম্।
অহমানন্দরূপাহস্মি কৃষ্ণহসৌ রসবিগ্রহঃ।
প্রেমস্বরূপা সা দেবী মহাত্রিপুরসুন্দরী।।
বিনা প্রেমরসো নাস্তি ন চানন্দো রসং বিনা।
প্রেমানন্দো রসশ্চৈব এক এব ন সংশয়ঃ।।
আমিই পরমব্রহ্ম এবং পুরুষ রূপে আমিই শ্যামবিগ্রহধারিণী। আমিই সেই পরমাশক্তি শ্রীমৎত্রিপুরসুন্দরী। সেই ব্রহ্ম রূপে আমি পরম সূক্ষ্ম, জ্যোতিস্বরূপ ও নিরঞ্জন। আমি আনন্দস্বরূপা ও শ্রীকৃষ্ণ রসস্বরূপ। ভগবতী মহাত্রিপুরসুন্দরী প্রেমস্বরূপা। প্রেম ভিন্ন রসের অস্তিত্ত্ব নেই, আনন্দও রস ভিন্ন হয়না। তাই প্রেম, আনন্দ ও রস একই বস্তু, এতে সন্দেহ নেই।
শ্রীকৃষ্ণযামল
No comments:
Post a Comment