গোপালতপানি উপনিষধে রাধা:
অনেকে বলে থাকেন গোপালতপানি উপনিষধে নাকি রাধা নাই। তাহলে এই শ্রেষ্ঠ গান্ধর্বী কে? যিনি গোপীদের মধ্যে প্রতিনিধিত্ব করছেন? 😂😂😂😂 ভাগবত পুরানেও একইভাবে রাধার কথা রয়েছে। গোপীজনবল্লভ হলে আপনি গোপীকে অস্বীকার কি করে করবেন? রাধাকে শ্রেষ্ট গোপী বলা হয়েছে।
উত্তরভাগ:
শ্রু: তাসাং মধ্যে হি শ্রেষ্ঠা গান্ধর্ব্বীত্যুবাচ তং
হি বৈ তাভিরেবং বিচার্য্য।।৯।।
অনুবাদ: গোপীদিগের মধ্যে কাচিৎ গান্ধর্ব্বী নাম্নী প্রধাণা গোপী তাঁহাদিগের সহিত বিচার করিয়া জিজ্ঞাসা করিলেন।।
শ্রু:। কথং কৃষ্ণো ব্রহ্মচারী কথং দূর্ব্বাশনো মুনি: ।।১০
অনুবাদ: কিরুপে কৃষ্ণ ব্রহ্মচারী এবং কি প্রকারেই বা মুনি দূর্ব্বাভোজী ।
শ্রু: । তাং হি মুখ্যাং বিধায় পূর্ব্বমনুকৃত্বা তূঞ্চীমানু: ।।১১।
অনুবাদ: অন্য স্ত্রীগণ কি করিলেন, এই আশঙ্খায় কহিতেছেন। অন্য স্ত্রীগণ গান্ধর্ব্বীকে প্রধাণা করিয়া বিধান পূর্ব্বক অগ্রবর্তিনী করিয়া পশ্চাৎ দেশে তূঞ্চিম্ভূত হইয়া রহিলেন।
শ্রু: । শব্দবানাকাশ :।।১২
অনুবাদ: ভূত ও ভৌতিকের অন্তর্যামি আত্মার অক্রিয়ত্বপ্রযুক্ত কৃষ্ণ ব্রহ্মচারী ইহা উপযুক্ত হইয়াছে এই অভিপ্রায়ে মুনিবর দূর্ব্বাসা কহিলেন, আকাশ শব্দগুণযুক্ত হয়।
শ্রু: । ইদং হি মনস্তোন্বেবং হি মনুতে ।।১৪।।
অনুবাদ: গান্ধর্ব্বী কহিলেন মুনে! তবে কিরুপে তোমার শব্দ
শোনা যায়, এই আশঙ্কায় দুর্ব্বাসা কহিলেন যথা- রাধে!আকাশাদি পঞ্চভূতস্ত মন: চৈতন্যন্মিধানপ্রযুক্ত
অহং ভোক্তা ইত্যাকার অভিমান করে। ১৪।।
স্ক্রীণশটটি বিশ্বনাথ চক্রবর্তীর গোপালতপানির ভাষ্য থেকে দেওয়া হয়েছে।
শ্রু:। তদুহোচু: ক: কৃষ্ণো গোবিন্দশ্চ কোহসাবিতি গোপীজনবল্লভ:
ক: কা স্বাহেতি।।৭।
অনুবাদ: এই ব্রহ্মা কর্ত্তৃক পৃঢ়ার্থ উক্ত হইলে তদর্থ
জিজ্ঞাসু মুনিগণ সংশয় পূর্ব্বক ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মণ! কৃষ্ণ কে? গোবিন্দ
কাহাকে বলে গোপীজনবল্লভ কে? স্বহাই বা কাহার নাম?
No comments:
Post a Comment