Thursday, July 2, 2020

নীল তন্ত্রে রাধা দশ মহাবিদ্যার একজন।

দশ মহাবিদ্যায় রাধা:





তাবত্তন্ত্রে ভেদবুদ্ধিস্তাবদেব পৃথক ক্রিয়া
হরি হরে ভেদবুদ্ধির্জায়তে জগদম্বিকে।। ৯।।

করালবদনাকালী শ্রীমদেজটা শিবা।
ষোড়শী ভৈরবা ভিন্না ভিন্না চ ভুবনেশ্বরী।। ১০।।

ছিন্না ভিন্নাহন্নপূর্ণা চ ভিন্না চ বগলামুখী।
মাতঙ্গী কমলা ভিন্না ভিন্না বানী চ রাধিকা।। ১১।।





অনুবাদ: যে পর্যন্ত তন্ত্রে (সাধকের) ভেদভাব থাকে সে পর্যন্ত সাধনক্রিয়াও পৃথক পৃথক হয়। হরি ও হরে ভেদ বোধ হয়। মনে হয় কালি, একজটা (তারা), য়োড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, অন্নপূর্ণা, বগলমুখি, মাতঙ্গী, কমলা, স্বরস্বতী ও রাধা ভিন্না।

.............................................নীলতন্ত্র (২২/৯-১১)।


বি.দ্র: মুন্ডমালা তন্ত্রেও রাধাকে মহাবিদ্যাগণের মধ্যে ধরা হয়েছে।

No comments:

Post a Comment