শিব পুরানে রাধাঃ
শিব পুরানে রাধা কৃষ্ণের স্ত্রী
প্রথমটি ইংরেজি মতিলাল বানারসের পরের টি গীতা প্রেসের ভাষ্য
............... ২/৪০ পার্বতী খন্ড, রুদ্র সংহিতা
এটা রুদ্র সংহিতার যুদ্ধ কান্ডের রেফারেন্স।
রাধার অভিশাপে সুধামা শঙ্খচুড় অসুরে পরিণত হন:
এই পুরানে বাজারের বিভিন্ন ভাষ্যকরের বইয়ে রেফারেন্স নাম্বার ভিন্ন হয়। কিন্তু শঙ্খচুড়ের কাহিনীতে রাধাকে পাওয়া যায়।
কেই এই শঙ্খচুড়? কৃষ্ণের বন্ধু সুধামা রাধার অভিশাপে শঙ্খচুড় দানব হয়। বিকৃত করার জন্য একদল উঠে পড়ে লাগবে তাই চারটি বইয়ের ভাষ্য দিলাম।
১) দেবনগড়ী, শ্লোক নং ১৮, যুদ্ধ কান্ড, রুদ্র সংহিতা, শিবপুরান। শ্রীরাম শর্মা আচার্য্যের ভাষ্য।
২) মতিলালের ইংরেজি ভাষ্য, শ্লোক নং ২৪, চাপ্টার ২৮, যুদ্ধ কান্ড, রুদ্র সংহিতা।
৩)জে এল শাস্ত্রীর ইংরেজি ভাষ্য। শ্লোক নং ৩২, চাপ্টার ২৭, যুদ্ধা কান্ড, রুদ্র সংহিতা।
৪) আরো একটি বইয়ের দেবনগড়ী দিলাম। রুদ্র সংহিতা, যুদ্ধ কান্ড, অধ্যায় ০৬, শঙ্খচুড়ের জন্ম ।
No comments:
Post a Comment