Sunday, March 28, 2021

বেদে বিষ্ণুর গোপী স্ত্রী

 বিষ্ণুর গোপী স্ত্রী


   






বিষ্ণুর গোপী স্ত্রীঃ

ঘৃতবতী সবিতরাধিপত্যৈঃ পয়স্বতী রস্তিরাশা নো অস্তু। ধ্রুবা দিশাম্ বিষ্ণুপত্নঘোরাহস্যেশানা সহসো যা মনোতা। বৃহস্পতির্ম্মাতরিশ্বোত বায়ুঃ সন্ধুবানা বাতা অভি নো গৃণন্ত্ত। বিষ্টম্ভো। দিবো ধরুণঃ পৃথিব্যা অস্যেশানা জগতো বিষ্ণুপত্নী।


অনুবাদঃ ঘি সমৃদ্ধ, হে সবিতা, আমাদের প্রতি করুনা দান করুন। আমাদের দুধে সার্বভৌম অঞ্চল হয়ে উঠুক। বিষ্ণু পত্নী এই অংশে দৃঢ় ও শক্তিশালী, মৃদু এই শক্তির উপর রাজত্ব করছেন। একসাথে প্রবাহিত বাঞ্চনীয় বাতাসগুলি আমাদের জন্য করুনাময়। আকাশ ও পৃথিবীর সমর্থক বিষ্ণুপত্নী জগৎ শাসন করছেন।
................. কৃষ্ণ যজুর্বেদ ৪/৪/১২



আদিত্যৈ বিষ্ণুপত্ন্যৈ চরুরগ্নয়ে বৈশ্বানর

অনুবাদঃ আদিত্য বিষ্ণু পত্নী পায়াসান্ন দিয়ে অতিরাত্রে(বৈশ্বানর) অগ্নি দেবতার যজ্ঞ করেন।
............. কৃষ্ণ যজুর্বেদ ৭/৫/১৪

No comments:

Post a Comment