দামোদর কৃষ্ণ:
ওম, আমি কেশব, নারায়ন, মাধব, গোবিন্দ, বিষ্ণু, মধূসুুদন, ত্রিবিক্রমা বামনা, শ্রীধরা, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, ঈশ্বরী শ্রী, ইশ্বরী স্বরস্বতী, পুষ্টি, তুষ্টি, বিষ্ণু, গুরুমাতা, বিষ্ণুর পুরুষ ও মহিলা পরিচারিকাকে তুষ্ট করি।
................ বৌধায়ন ধর্মসুত্র ২/৫/০৯-১০)
নমো দামোদরায়েতি গোপকণ্যাস্তদাব্রুবন্।
বিচিত্রং চরিতং ধৌপে দৃষ্ট্বা তত তস্য ভাস্বত:।।২২।।
অনুবাদ: গোষ্ঠমধ্যে ঐ তেজস্বী বিচিত্র চরিত্র শ্রীকৃষ্ণ কে দর্শন করে গোপকিশোরী গণ তাকে দামোদর বলে ডাকতেন।
……… ২২নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, মহাভারতের পরিশিষ্ঠ্য হরিবংশ।
দ্বাদশ্যাং কার্তিক মাসি পুজ্য দামোদরেতি চ।
গবাং যজ্ঞমবামোতি পূমান্ শ্রী বা ন সংশায়:।।
অনুবাদ: কার্তিক মাসের দ্বাদশী তিথিতে দিন-রাত উপবাস করে ভগবান্ দামোদরের পুজা করায় শ্রী হো যা পুরুষ গো যজ্ঞ ফল পাওয়া যায়, এতে সংশয় নাই।
.............. ১৫নং শ্লোক, ১০৯অধ্যায়, অনুশাসন পর্ব, মহাভাররত।
No comments:
Post a Comment