কৃষ্ণস্ত্ত যৌবনং দৃষ্টা নিশি চন্দ্রমসো নবমু।
শারদীনাং নিশানাং চ মনশ্চক্রে রতিং প্রতি।।
অনুবাদ: এদিকে শ্রীকৃষ্ণ পূণিমার রাতে চন্দ্রের কান্তিমান
রুপ, রমনীয় বন তথা শারদ রজনীর সুরম্য শোভা দর্শন করে রমন করতে ইচ্ছা করলেন।
……… ১৫নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
স করীষাঙ্গরাগাসু ব্রজরখ্যাসূ বীর্য্যবানু।
বৃষ্ণাণাং জাতরাগাণাং যুদ্ধানি সমযোজয়তু।।১৬।।
গোপালংশ্চ বলোদগ্রান যোধয়ামাস বীর্জবান্।
বনে স বীরো গাশ্চেব জগ্রাহ গ্রাহবদ বিভু:।।১৭।।
যুবতীর্গোপকণ্যাশ্চ রাত্রৌ সংকাল্য কালবিত।
কৈশোরকং মানয়ন বৈ সহ তাভির্মুমোদ হ।।১৮।।
অনুবাদ: সর্বকাল সম্পর্কে জ্ঞাতা শ্রীহরি নিজ কৈশোরবয়সোচিত
গোপকন্যাদের সাথে বন বিহার লীলা করিলেন।
……… (১৬-১৮)নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
তাস্তস্য বদনং কান্তং কান্তা গোপস্ত্রিয়ো নিশি।
পিবন্তি নয়নাক্ষেপৈর্গো গতং শশীনং যথা।।১৯।।
অনুবাদ: নিশিকালে কান্তিময়া গোপাঙ্গনারা পৃথিবীতে দ্বিতীয়
চন্দ্রের ন্যায় প্রতীত হওয়া প্রিয়তম কৃষ্ণের মুখচন্দ্র, কঠবাক্ষপাত পূর্বক পান করিতে
লাগলেন।
……… ১৯নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
হরিতালাদ্রর্পিতে স কৌশেয়েনং বাসসা
বসানো ভদ্রবসনং কৃষ্ণ: কান্ততরোহভবত।।২০।।
অনুবাদ: হরিতাল নিন্দিত পীতবর্ণ কৌশেয় বস্ত্রধারী শ্রীকৃষ্ণকে
আরো মনোহর লাগছিলো।
……… ২০নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
স বদ্ধাঙ্গদনির্ব্যুহশ্চিত্রয়া বনমালয়া।
শোভমানো হি গোবিন্দ: শোভয়ামাস তদ ব্রজম।।২১।।
অনুবাদ: বাহুযুগলে ভূজঙ্দ বেঁধে, মাথায় মুকুট পরে বিচিত্র
বনমালায় সুশোভিত গোবিন্দের অঙ্গশোভায় ব্রজের শোভা বৃদ্ধি করলেন।
……… ২১নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
নাম দামোদরেত্যেবং গোপকণ্যাস্তদাব্রুবন্।
বিচিত্রং চরিতং বোপে দৃষ্ট্বা তত তস্য ভাস্বত:।।২২।।
অনুবাদ: গোষ্ঠমধ্যে ঐ তেজস্বী বিচিত্র চরিত্র শ্রীকৃষ্ণ
কে দর্শন করে গোপকিশোরী গণ তাকে দামোদর বলে ডাকতেন।
……… ২২নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
তাস্তং পয়োধরেনত্তুঙ্গৌরুরোরোভি: সমপীড়য়ন।
ভ্রামিতাক্ষেশ্চ বদনৈর্নিরীক্ষন্তে বরঙ্গণা:।।২৩।।
অনুবাদ: গোপিকাগণ তাকে পীন পয়োধরে আলিঙ্গন করত তার প্রতি
সতৃষ্ণ নয়নে দৃষ্টিপাত করতে লাগিলেন।
……… ২৩নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
তা বার্যমাণা: পতিভির্মাতৃভির্ভাতৃভিস্তথা।
কৃষ্ণং গোপাঙ্গনা। রাত্রো মৃগয়ন্তে রতিপ্রিয়া:।।২৪।।
অনুবাদ: পতি, পিতা, মাতা জ্ঞাতিগণ নিবারন করলেও কৃষ্ণ
বিষয়ক রতি প্রিয়া গোপীগণ কৃষ্ণকে বনের মধ্যে খুঁজতে এসেছিলো।
……… ২৪নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
তাস্ত্ত পংক্তিকৃতা: সর্বা রময়ন্তি মনোরমম।
গায়ন্ত্য: কৃষ্ণচরিতং দ্বন্দশো গোপকন্যকা:।।২৫।।
অনুবাদ: ঐ সমস্ত গোপকিশোরীরা মন্ডলাকারে পংক্তি বানিয়েছিল,
প্রত্যেক গোপীর দুদিকে শ্রীকৃষ্ণ বিরাজমান হয়ে গোপী কৃষ্ণের যুগল জোড়ী তৈরী করলেন।
কৃষ্ণ চরিত্রের গান করতে করতে তারা নৃত্য করতে থাকলেন।
……… ২৫নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
এরপর ৯টি শ্লোকে কৃষ্ণের সহিত গোপীদের রাসলীলার বর্ণনা
আছে।
এবং স কৃষ্ণো গোপীনাং চক্রবালৈরলঙ্কৃত:।
শারদীপু সচন্দ্রাসু নিশাসু মুমুদে সুখী।।৩৫।।
অনুবাদ: এভাবে শরৎ ঋতুর জ্যোৎস্নালোকিত রাত্রে গোপমন্ডলী
দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ রাসক্রীড়া সুখ নিমগ্ন হতেন।
……… ৩৫নং শ্লোক, ৬৩অধ্যায়, বিষ্ণুপর্ব, হরিবংশ।
হরিবংশ বিষ্ণু পর্ব ২০অধ্যায়ের ৩৩নং শ্লোক, গীতা প্রেস।
No comments:
Post a Comment