Saturday, April 10, 2021

বিষ্ণুর হাত ও সকল দেবতা শাখা স্বরুপ:

বিষ্ণুর হাত ও শাখা:


ছবিটি চেন্নাকেশব মন্দিরের বিগ্রহ।

দিবো বিষ্ণ উত বা পৃথিব্যা মহো বিষ্ণ উরোরন্তরিক্ষাৎ। হস্তৌ পৃণস্ব বহুভির্বসব্যৈরাপ্রযচ্ছ দক্ষিণাদোত সব্যাৎ।


অনুবাদঃ হে বিষ্ণু দ্যুলোক থেকে অথবা পৃথিবী থেকে কিংবা মহান বিস্তীর্ণ অন্তরিক্ষ লোক প্রভূত ধণরাশির দ্বারা তোমার হাত দুটি পুর্ণ কর, তারপর ডান ও বাম হাতে তা আমাদের দাও।
..... অথর্ববেদ ৭/৩/২/২ অথবা ৭/২৬/৮



অস্য দেবস্য মীড়হুষো বয়া বিষ্ণোরেসষ্য প্রভুতে হবির্ভি।

অনুবাদঃ অন্যদেবগন যজ্ঞে হব্যদ্বারা প্রাপনীয় আর অভিষ্টদাতা বিষ্ণুর শাখা/অংশ স্বরুপ।
রামগোবিন্দ ত্রিবেদীর ভাষ্য
........ঋগ্বেদ ৭/৪০/৫

এজন্য গীতাই কৃষ্ণ বলে আমি সকল বেদের জ্ঞাতব্য।

No comments:

Post a Comment