Saturday, April 10, 2021

রমন মানে সেক্স নয়:

 রমন মানে সেক্স নয়:

    


পুরানে কিংবা তন্ত্রে রমন লেখা থাকলে দয়াসমাজিরা রমন শব্দকে সেক্স বলে আখ্যা দেন। তাদের বেদ ভাষ্যে বিষ্ণুর রমন দেখা যাচ্ছে। তাহলে কি বেদের বিষ্ণু সেক্সে আবদ্ধ?


যস্মান জাত: পরো অন্যো অস্তি ষ আবিবেশ ভূবনানি বিশ্বা। প্রজাপতি: প্রজয়া সংররাণস্ত্রীণি জ্যেতীংষি সচতে স ষোড়শী।


ছবিটি শ্রীরাম শর্মার অনুবাদ

অনুবাদ: যে পরমাত্মা থেকে উৎকৃষ্ঠ কিছু নাই, সকলভূবন ব্যাপে আছেন, কলারুপে প্রজাদের সহিত রমন করেন, তিনি অগ্নি, বায়ু ও সূর্যের জ্যোতি নিজের মধ্যে সমাহিত করেছেন।


ছবিটি পণ্ডিত হরিশরন সিদ্ধান্ত লংকারের অনুবাদ
.................. ৮/৩৬, শুক্লযজুর্বেদ।

আমরা স্পস্টভাবেই দেখতে পেলাম দয়াসমাজিদের পণ্ডিত হরিশরন সিদ্ধান্ত লংকারের অম্বয়েও প্রজয়া সংররাণ এর অম্বয়ে রমন অর্থ করেছেন।

এবার আসুন আরেকটি মন্ত্রে


ধাতা রাতিঃ সবিতাদং জুষন্তাং প্রজাপতির্নিধিপতির্নো অগ্নিঃ। তুষ্টা বিষ্ণুঃপ্রজয়া সংররাণো যজমানায় দ্রবিণং দধাতু


ছবিটি পণ্ডিত হরিশরন সিদ্ধান্ত লংকারের অনুবাদ

অনুবাদঃ সবার ধারক, সকল কল্যাণ দাতা, সর্বপ্রেরক, সর্বপালক, প্রজা পালক, বেদ রক্ষক, অগ্রণী প্রভু আমাদের এই হব্য প্রীতিপুর্বক গ্রহন করুন। প্রভুর কৃপার কারনে হবিরুপ জীবন হয়েছে। এই রুপের নির্মানকারি সর্বব্যাপক প্রভু বিষ্ণু আমাদের প্রজাদের সহিত রমন করেন। যজশীল পুরুষের জন্য যজ সাধনভুত ধন ধারন করেন। পরমপিতা প্রভুর কৃপায় আমাদের প্রজাদের যজাত্মক কর্মীদের ধন কম পড়েনা।
......অথর্ববেদ ৭/১৭/৬ অথবা ৭/২/১/১০

পুনরায় দেখতে পেলাম দয়াসমাজিদের পণ্ডিত হরিশরন সিদ্ধান্ত লংকারের অম্বয়েও প্রজয়া সংররাণ এর অম্বয়ে রমন অর্থ করেছেন।

এখন কি বলবেন প্রিন্টিং মিসটেক ? মানুষ আর কতো হাসাবেন? আসলে আপনাদের মনের মধ্যে সারাদিন টাবু ঘোরাঘুরি করে তাই সবকিছুতেই আপনাদের কুৎসিত ভাবাপন্ন মন প্রকাশ পায়।

No comments:

Post a Comment