Friday, April 2, 2021

বেদের বামন রুপি পরমাত্মাঃ

বেদের বামন রুপি পরমাত্মাঃ





ইশ্বর সাকার তার বিভূতি/অবতার/স্বরুপই তার প্রমান

বিষ্ণুর্যজ্ঞ:। দেবতাশ্চৈব যজ্ঞং চাবরুন্ঘে। বামনো বহী দক্ষিণা। যদ্বহী। তেনাগ্নেয়:।যদ্বামন:। তেন বৈষ্ণব: সমৃদ্ধৈ। অগ্নীষোমীয়মেকাদশকপালং নির্বপতি। অগ্নীষোমাভ্যাং বা ইন্দ্রৌ বৃত্তমহন্নিতি। যদাগ্নীষোমীয়মেকাদশকপালং নির্বপতি।।

................ তৈতেরীয় ব্রাহ্মণ ১/৬/১/৬



ঊর্ধ্বং প্রাণমুন্নয়ত্যপানং প্রত্যগস্যতি।
মধ্যে বামনমাসীং বিশ্বে দেবা উপাসতে।।


অম্বয়ঃ (সঃ)প্রাণম্ ঊর্ধ্বম্ উন্নয়তি ( সেই অাত্মা প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী করেন), অপানং প্রত্যক্ অস্যতি (অাপনাকে অধোগামী করেন), মধ্যে অাসীনং বামনম্ (মধ্যস্থিত সেই বামনকে) বিশ্বে দেবাঃ উপাসতে (সমস্ত দেবতা উপাসনা করে)


অনুবাদঃ যিনি প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী করেন অপানবায়ুকে অধোগামী করেন, হৃদয়মধ্যে অবস্থিত যোগীদের ধ্যেয় সেই বরণীয় পরমাত্না রুপি বামনকে চক্ষুরাদি সমস্ত ইন্দ্রিয় উপাসনা করে অর্থাৎ তাঁহারই উদ্দেশ্যে নিজ নিজ কার্য সম্পাদন করে।
...... কঠ উপনিষদ ২/২/৩ অথবা ৮৯


বিষ্ণুর্ব্বামনম
অনুবাদঃ বিষ্ণুর বামন রুপ।
....... কৃষ্ণযজুর্বেদ ২/১/৩


যদা তে বিষ্ণুরোজাসা ত্রীণি পদা বিচক্রমে।
আদিত্তে হর্যতা হরী ববক্ষতুঃ।।



অনুবাদঃ যে সময় তোমার বিষ্ণু(বামনাবতার) তিন পদ দ্বারা তিন লোককে মেপে ছিলো, ঐ সময় তোমার কমনীয় অশ্বদ্বয় বহন করেছিল।
....... ৮/১২/২৭ ঋগ্বেদ।

রামগোবিন্দ ত্রিবেদী ও উইলসনের ভাষ্য এখানে একই।



বামনো হো বিষ্ণুরাশ

ছবিটি শতপথ ব্রাহ্মণের রেফারেন্সটি ইন্দ্রাগান্ধি ইন্সটিটিউট অফ বেদিক সায়েন্স থেকে সংগৃহিত।


অনুবাদঃ বিষ্ণু বামন অবস্থায় ছিলো/ বিষ্ণুর বামন রুপ।



........ শতপথ ব্রাহ্মণ ১/২/৫/৫



পরো মাত্রায়া তন্বা বৃধান ন তে মহিত্বমন্বশু বন্তি।
উভে তে বিদ্ম রজসী পৃথিব্যা বিষ্ণো দেব ত্বং পরমস্য বিৎসে।



অনুবাদঃ বিষ্ণু তুমি, মাত্রার অতীত শরীরে (ত্রিবিক্রম বা বামন অবতারের সময়) বর্ধমান হলে তোমার মহিমা কেউ অনুব্যাপ্ত করতে পারেনা, তোমার দুই লোক ( পৃথিবী থেকে অন্তরীক্ষ) জানি, কিন্তু তুমিই এই দেব যিনি পরমলোক জানো।
........ ঋগ্বেদ ৭/৯৯/১




যং ন দেবা ন গন্ধর্ব্বা ন দৈত্যা ন চ দানবাঃ।
তত্ত্বতো হি বিজানন্তি তস্মৈ সুক্ষাত্মনে নমঃ।।৯৬।।
বামনং রুপমাস্থায় বলিং সংযম্য মায়য়া।
ত্রৈলোক্যং ক্রান্তবান্ যস্তু তস্মৈ ক্রান্তাত্মনে নমঃ।।৯৭।।



অনুবাদঃ
দেবগন, গন্ধর্বগণ, দৈত্যগণ এবং দানবগণ যথার্থরুপে যাঁহাকে জানেন না; সেই সুক্ষ্মরুপী পরব্রহ্মকে নমস্কার করি। ৯৬।
যিনি বামনরুপ ধারণপূর্ব্বক মায়াবলে দৈত্যরাজ বলিকে বন্ধন করে করিয়া তিন চরণে ত্রিভুবন আক্রমণ করিয়াছিলেন; সেই ত্রিবিক্রম রুপী নারায়ণকে নমস্কার করি।৯৭।
...... ৪৬/(৯৬-৯৭) শান্তি পর্ব, মহাভারত।

No comments:

Post a Comment