Friday, April 2, 2021

বেদের পরমাত্মারুপি নৃসিংহ দেবঃ

বেদের পরমাত্মারুপি নৃসিংহ দেবঃ







প্রতদ্বিষ্ণুঃ স্তবতে বীর্ষেণ মৃগো ন ভীমঃ কুচরো গিরিষ্ঠাঃ। যস্যোরষু ত্রুিষু বিক্রমণেম্বধিক্ষিপন্তি ভুবনানি বিশ্বা। তস্মাদুচ্যতে নৃসিংহমিতি।।





অনুবাদঃ তাঁর(বিষ্ণুর) বীর্যধিক্যের জন্য ( পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোক)সমস্ত লোকে তাঁকে স্তব করে তিনি সিংহরুপী হয়েও ভয়ঙ্কর নন। তিনি কখনও কোনও এক স্থানে থাকেন না তিনি পর্বতেশ্বর। তাঁর ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরুপী ত্রিবিধ শরীরে এই সুকল ভুবন নিবাস করে। তাই তাঁকে নৃসিংহ বলা হয়।।

..................... শুক্লযজুর্বেদ ৫/২০ ও অথর্ববেদীয় নৃসিংহতাপনীয়পনিষৎ ২/৫/৯




নৃসিংহায় বিদ্মহে বজ্রনখায় ধীমহি
তন্নঃ সিংহঃ প্রচোদয়াৎ।।




অনুবাদঃ আমরা নৃসিংহকে(নারায়ণকে) জানব। বজ্রনখনকে আমরা ধ্যান করব। সেই ধ্যানে সিংহ (নৃসিংহ রুপী নারায়ণ) আমাদের প্রেরণ করুন।




........ তৈতেরীয় আরণ্যক ১০/১/(৬-৭) ও মহানারায়ন উপনিষদ ৩/১৭

No comments:

Post a Comment