Monday, April 19, 2021

বাল্মীকি রামায়নে মন্দির(দেবগৃহ)

 বাল্মীকি রামায়নে মন্দির(দেবগৃহ):



শেষং চ হবিষন্তস্য প্রাশ্যাশাস্যাত্মন: প্রিয়ম্।

ধ্যায়ন্নারায়ণং দেবং স্বাস্তীর্ণে কুশসংস্তরে।।

বাগাত: সহ বেদহ্যা ভূত্বা নিয়তমানস:।

শ্রীমত্যায়তনে বিষ্ণো: শিশো নরবরাত্মজ।।


     



অনুবাদ: অত:পর রাজকুমার রাম নিজের কল্যাণ কামা করে সেই যজ্ঞের শেষ হবি প্রসাদরুপে ভোজন করলেন এবং বিদেহ রাজতনয়া সীতার সঙ্গে সংযতবাক ও সংযতমনা হয়ে ভগবান নারায়ণকে ধ্যাণ করে সেই সুন্দর বিষ্ণু মন্দিরে বিস্তীর্ণ কুশশয্যায় শয়ন করলেন।

…………… ২/৬/৪ বাল্মীকি রামায়ন

 

 

দেবতনয়াচৈত্যেষু সান্নভক্ষ্যা: সদক্ষীণা:।।১৮

উপস্থাপয়িততব্যা: সুর্মাল্যযোগ্য: পৃথক্ পৃথক্ ।

 


দেবগৃহগুলিকে এবং চতুস্পথে (চৌমুহনিতে) অবস্থিত দেবস্থানগুলিকে অন্নাদি ভোজদ্রব্য এবং দক্ষিণাসহ মাল্যদ্বারা সুসজ্জিত করা হোক।

 

………… ২/৩/১৮বাল্মীকি রামায়ন

 

 

স রাজকুলমাসাদ্য মেঘসঙ্গোপমৈ: শুতৈ: ।

প্রাসাদশৃঙ্গৈবিবিধৈ: কৈলাসশিখরোপমৈ:।।১৭

আবারয়দ্ভির্গগনং বিমানৈরিব পান্ডুরৈ:।

বর্ধমানগৃহৈশ্চাপি রত্নজালপরিস্কৃতৈ:।।১৮

তৎ পৃথিব্যাং গৃহবরং  মহেন্দ্রসদনোপমম্।

রাজপুত্র: পিতুর্বেশ্ম প্রবিবেশ শ্রিয়া জ্বলন্।।১৯

  


অনুবাদ: স্বীয় সৌন্দর্যে সমুজ্জ্বল রাজপুত্র রামচন্দ্র মেঘরাজি সদৃশ, পবিত্র কৈলাসপর্বত-তুল্য সমুচ্চ অট্টালিকা দ্বারা আবৃত, পান্ডুর আকাশের মতো রত্নরাজি শোভিত, বিশালাকার গৃহবেষ্টিত, মর্ত্যে দেবরাজ ইন্দ্রের সুন্দর গৃহতুল্য সেই রাজবাড়িতে এসে পিতার কক্ষে প্রবেশ করলেন।

………… ২/১৭(১৭-১৯)বাল্মীকি রামায়ন

No comments:

Post a Comment