Sunday, April 4, 2021

ভাগবতে শ্রীকৃষ্ণ বিভুতি:

 বিষ্ণুরপ্যর্থয়ামাস পুমাংসং স্বার্থসিদ্ধয়ে

প্রজানাং পালনে পুংসা যদনেনাপি কল্পিত:।। ২৮


অনুবাদ: শ্রী ব্রহ্মার মতোই বিষ্ণুও নিজ অভীষ্ট সিদ্ধি হেতু সেই পরমপুরুষ পরমাত্মার কাছে প্রার্থনা নিবেদন করলেন, কারণ সেই পুরুষোত্তম বিষ্ণুকেও প্রজা পালনরুপ কর্মে নিযুক্ত করেছিলেন

 

    



প্রজানাং পালনাং দেব করিষ্যামি যথোচিতম্

প্রবৃত্ত্যা নিবৃত্ত্যা কর্মজ্ঞানপ্রয়োজনাৎ।।২৯


অনুবাদ: বিষ্ণু বললেন- হে দেব! আমি আপনার আজ্ঞায় কর্ম জ্ঞাণদ্দেশ্য প্রবৃত্তি নিবৃত্তি দ্বারা সুষ্ঠুভাবে প্রজা পতিপালন করবার চেষ্টায় যুক্ত থাকব২৯

 



তস্মা অপি পুমানাদ্য: শ্রীভাগবতমাদিশৎ

উবাচ পঠস্বৈনত্তব সর্বার্থসিদ্ধয়ে।।৩৩


অনুবাদ: বিষ্ণুর সেই প্রার্থনা শুনে আতি পুরুষ শ্রীকৃষ্ণ তাকেও শ্রীমদ্ভাগবতের উপিদেশ দিলেন বললেন- ‘ নিজ মনোরথ সিদ্ধি হেতু নিত্য শ্রীমদ্ভাগবত শাস্ত্রপাঠে সংলগ্ন থেকো


No comments:

Post a Comment