ছবিটি চেন্নাকেশব মন্দির কিংবা কেশব মন্দিরের। দক্ষিন কর্নাটকে অবস্থিত।
মধুশ্চ মাধবশ্চ শুক্রশ্চ শুচিশ্চ নভশ্চ নভস্যশ্চেষশ্চোর্জ্জশ্চ সহশ্চ সহস্যশ্চ তপশ্চ তপস্যশ্চোপযামগৃতীতোহসি সংসর্পোহস্যংহস্পত্যায় ত্বা।
অনুবাদঃ হে ভগবান, তুমি মধু ও মাধব(কৃষ্ণ-গীতা ১/১৪), তুমি জ্যোতির্ময় ও শুচি, তুমি দ্যুলোক ও দ্যুলোকবিহারী, তুমি পরাসিদ্ধি ও পরম বল, তুমি বল ও বলদাতা, তুমি সাধনা ও সাধ্য। সর্বত্র ব্যাপক(বিষ্ণু) তুমি সাদকের ঋদয়ে বর্তমান। হে শুদ্ধসত্ত্ব(বৈষ্ণব-বিষ্ণুর উপাসক- শুক্ল যজুর্বেদ ৫/২১ ও ৫/২৫), পাপনাশক দেবতার অনুগ্রহ লাভের জন্য তোমাকে যেনো লাভ করি।
.........কৃষ্ণযজুর্বেদ ১/৪/১৪
No comments:
Post a Comment