Saturday, April 24, 2021

মধুশ্চ মাধব

 ছবিটি চেন্নাকেশব মন্দির কিংবা কেশব মন্দিরের। দক্ষিন কর্নাটকে অবস্থিত।




মধুশ্চ মাধবশ্চ শুক্রশ্চ শুচিশ্চ নভশ্চ নভস্যশ্চেষশ্চোর্জ্জশ্চ সহশ্চ সহস্যশ্চ তপশ্চ তপস্যশ্চোপযামগৃতীতোহসি সংসর্পোহস্যংহস্পত্যায় ত্বা।




অনুবাদঃ হে ভগবান, তুমি মধু ও মাধব(কৃষ্ণ-গীতা ১/১৪), তুমি জ্যোতির্ময় ও শুচি, তুমি দ্যুলোক ও দ্যুলোকবিহারী, তুমি পরাসিদ্ধি ও পরম বল, তুমি বল ও বলদাতা, তুমি সাধনা ও সাধ্য। সর্বত্র ব্যাপক(বিষ্ণু) তুমি সাদকের ঋদয়ে বর্তমান। হে শুদ্ধসত্ত্ব(বৈষ্ণব-বিষ্ণুর উপাসক- শুক্ল যজুর্বেদ ৫/২১ ও ৫/২৫), পাপনাশক দেবতার অনুগ্রহ লাভের জন্য তোমাকে যেনো লাভ করি।
.........কৃষ্ণযজুর্বেদ ১/৪/১৪

No comments:

Post a Comment