বেদে বিষ্ণুর চেয়ে উৎকৃষ্ট কিছু নাই। বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ ও সর্ব্বোত্তম:
লহ্মী পতি বিষ্ণু ও নিবাসস্থল বৈকুণ্ঠ
................... ঋগ্বেদ ১০মন্ডল ৪৭ নং ও ৪৮ নং সুক্ত।
বিষ্ণোঃ কর্মণি পশ্যত যত ব্ৰতানি পস্পশে। ইন্দ্রস্য যুজ্য সখা।।৩৩॥
................ শুক্ল যজুর্বেদ ১৩/৩৩।
স হোবাচ বালিকির্য........... ইন্দ্রো বৈকুণ্ঠোহপরাজিতা সেনেতি বা অহমেতমুপাস ইতি...........।
............... কৌষিতকি উপনিষধ ৪/৭ অথবা ৩৭।
দৈব্য ইন্দ্রায় বিষ্ণু: সুকৃতে সুকৃত্তর
এখানে ইন্দ্র ও বিষ্ণু এক
.............. ঋগ্বেদ ১/১৫৬/০৫
ইন্দ্রায় বৃষ্ণে সুমখায় সহ্যং সখ্যে সখায়স্তন্বে তনূভি:
.............. ঋগ্বেদ ১/১৬৫/১১
বেদের ইন্দ্র যে লহ্মী পতি বিষ্ণুরই স্বরুপ এই সুক্ত ও মন্ত্রগুলি থেকে স্পস্ট ভাবেই প্রমান হয়।
আসুন দেখে নেই বিষ্ণুর মাহাত্ম্য:
বিষ্ণো পরমং পদম
……… শুক্ল যজুর্বেদ ৬/৩
দেবতারাং বিষ্ণু: পরমো।
……… কৃষ্ণ যজুর্বেদ ৫/৫/১
বিষ্ণুরুপায়
………… কৃষ্ণ যজুর্বেদ ৪/৪/৯
তদ্বিষ্ণো: পরমং পদং সদা পশ্যান্তি সূরয়:। দিবীব চক্ষুরাততম্।
……… শুক্ল যজুর্বেদ ৬/৫
যস্ত্ববিজ্ঞানবান্ ভবত্যমনস্ক: সদাশুচি:
ন স তৎপদমাপ্নোতি সংসারং চাধিগচ্ছতি।।৭।।
যস্তু বিজ্ঞানবান্ ভবতি সমনস্ক: সদা শুচি:।
স তু তৎপদমাপ্নোতি যস্মাৎ ভূয়ো ন জায়তে।।৮।।
বিজ্ঞাণসারথির্যস্তু মন:প্রগ্রহবান্ নর:।
সোহধ্বন: পারমাপ্নোতি তদ্বিষ্ণো: পরমং পদম্।।৯।।
................. কঠ উপনিষদ ১/৩/(৭-৯)
বিষ্ণ: পরমং পদম
................. ঋগ্বেদ ১/১৫৪/৬
অস্য দেবস্য মীড়হুষো বয়া বিষ্ণোরেসষ্য প্রভুতে হবির্ভি: ।
অনুবাদ: অন্যদেবগণ যজ্ঞে হব্যদ্বারা প্রাপনীয় আর অভিষ্ঠদাতা বিষ্ণুর শাখা/অংশ স্বরুপ।
............ ঋগ্বেদ ৭/৪০/৫
এখন কেউ বলতে পারেন বেদের বিষ্ণু বলতে সূর্যকে বোঝায়
বেদে বিষ্ণুর সূর্য ছাড়াও অন্য রুপের বর্ণনা পাওয়া যায়
কিমিত্তে বিষ্ণো পরিচক্ষ্যং ভূৎপ্র যদ্ববক্ষে শিপিবিষ্টো অস্মি।
মা বর্পো অস্মদপ গূহ এতদ্যদন্যরুপ: সমিথে বভূথ।।
এই মন্ত্রে বিষ্ণুর শিপিবিষ্ট ছাড়াও অন্য রুপের কথা পাওয়া যায়।
................... ঋগ্বেদ ৭/১০০/৬
মন্ত্র: অস্তারমেষি সূর্য এবং মন্ত্রের দেবতা ইন্দ্র
এখানে শিপিবিষ্ট(সূর্য) রুপী ইন্দ্রের কথা বলা হচ্ছে।
................. ঋগ্বেদ ৮/৯৩/১
বিষ্ণবে শিপিবিষ্টায় স্বাহা, বিষ্ণবে নরন্ধিষায় স্বাহা
এখানে শিপিবিষ্ট (বিবস্বান/সূর্য্য) ও নরন্ধিষ (জগৎকর্তা)
......... শুক্ল যজুর্বেদ ৮/৫৫।
মন্ত্র: বিশ্বেত্তা বিষ্ণুরাভরদুরক্রমস্ত্বেষিত: মন্ত্রের দেবতা ইন্দ্র
ইন্দ্রের সকল জল বিষ্ণু প্রদান করেছেন।
নিরুক্তিকার যাস্কও বিষ্ণুর দুই রুপের কথায় বলেছেন।
সবিতুশ্চ বিষ্ণোরা সূর্যা
অনুবাদঃ দীপ্তিময় সবিতা, বিষ্ণু ও সূর্য
....... ঋগ্বেদ ১০/১৮১/০৩।
এই মন্ত্রে বিষ্ণু ও সূর্য্য আলাদা তাই স্পষ্টভাবে প্রমান হয় বিষ্ণুর দুটি রুপ।
বেদে বিষ্ণুরই গুনকীর্তন করতে ও হব্য প্রদান করতে বলেছেন
আস্য জানান্তো নাম চিদ্বিবক্তন মহস্তে বিষ্ণো সুমতিং ভজামহে
এখানে বিষ্ণুর নাম জেনে কীর্তন করতে বলা হয়েছে। বিষ্ণুর সুমতি হোক বলা হয়েছে।
.................... ঋগ্বেদ ১/১৫৬/৩
স এষ যে চৈতস্মাদর্বাঞ্চো লোকাস্তেষাং চেষ্টে মনুষ্যকামানাং চেতি তদ্ য ইমে বীণায়াংগায়স্ত্যেং তে গায়ন্তি তস্মাত্তে ধনসনয়ঃ।।
অনুবাদঃ আধ্যাত্মিক আত্মা হইতে অধস্তন যে সকল লোক আছে, চাক্ষুষ পুরুষ সেই সমুদয় লোকের ঈশ্বর এবং মনুষ্যদিগের কামনারও ঈশ্বর। বীণা-সংযোগে গান করে, তাহারা ইহারই গান করে এজন্য তাহারা ধনবান হইয়া থাকে।
........ ১/৭/৬ ছান্দোগ্য উপনিষদ
বিষ্ণুং স্তোমাস: পুরদস্মমর্কা ভগস্যেব কারিণো যামণি গ্মন্।
এখানে বিষ্ণু স্তোত্র, শস্ত্র ও যজ্ঞ বিষ্ণুর নিকট গমনের কথা বলা হচ্ছে।
................... ঋগ্বেদ ৩/৫৪/১৪
য: পূর্বায় বেধসে নবীয়সে সুমজ্জানয়ে বিষ্ণবে দদাশতি
এখানে বিষ্ণুকে হব্য প্রদানের কথা বলেছেন।
................... ঋগ্বেদ ১/১৫৬/০২
নূ মর্তো দয়তে সনিষ্যন্যো বিষ্ণব উরুগয়ায় দাশ।
প্র য: সত্রাচা মনসা যজাত এতোবন্তং নর্যমাবিবাসাৎ।।
এখানে কীর্তনীয় বিষ্ণুকে হব্য দান করেন, যিনি যুগপৎ স্ত্রোত দ্বারা পূজা করার কথা রয়েছে।
.................. ৭/১০০/১
বিষ্ণুর্যোনিং কল্পয়তু ত্বষ্টা রুপাণি পিংশতু।
অনুবাদঃ বিষ্ণু নারীর অঙ্গকে গর্ভধানের উপযুক্ত করে দিন, ত্বষ্টা গর্ভস্থ সন্তানের অবয়ব স্থির করে দিন।
........ ঋগ্বেদ ১০/১৮৪/১
মম যোনির্মহদ্ ব্রহ্ম তস্মিন্ গর্ভং দধাম্যহম্।
সম্ভবঃ সর্ব্বতভূতানাং ততো ভবতি ভারত।।
অনুবাদঃ হে ভারত, প্রকৃতিই আমার গর্ভদান-স্থান। আমি তাহাতে গর্ভধান করি, তাহা হইতে সর্ব্বভূতের উৎপত্তি হয়।
....... গীতা ০৩
সর্ব্বযোনিষু কৌন্তেয় মূর্ত্তয়ঃ সম্ভবন্তি যাঃ।
তাসাং ব্রহ্ম মহদ্ যোনিরহং বীজপ্রদঃ পিতা।।
অনুবাদঃ হে কৌন্তেয়, দেবমনুষ্যাদি বিভিন্ন যোনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, প্রকৃতি তাহাদের মাতৃস্থানীয়া এবং আমিই তাদের গর্ভদানকর্তা পিতা।
....... গীতা ০৪
No comments:
Post a Comment