Sunday, April 25, 2021

শ্রী সানওয়ালিয়া সেঠ কৃষ্ণ, ভিটোবা দেব, কেশব

শ্রী সানওয়ালিয়া সেঠ কৃষ্ণ বিগ্রহ অন্য বিগ্রহ থেকে আলাদা। এখানে কৃষ্ণের সহিত বংশীর সহিত তলোয়ারও দেখা যায়।




প্রভু কৃষ্ণ কতৃক কেশী দানবকে মারার সময় তার চুলে রক্ত লাগে। সেই চুল ধৌত করা হয় যে ঘাটে সেটািই কেশীঘাট নামে পরিচিত।




খোদিত ভাষ্কর্জটি ৫ম শতাব্দীর গুপ্ত সময়কালের।






ওঁম ভিট্টালা নম।
কৃষ্ণ বা বিষ্ণুর আরেকরুপ।
পুন্ডালিক মন্দির, মহারাস্ট্র।
আদি শঙ্করাচার্যের ভিটোবা দেবের উপাসনা হেতু পান্ডুরঙ্গাষ্টকাম রচনা করেন।

No comments:

Post a Comment