Thursday, April 1, 2021

সকল দেবতা বিষ্ণুর শাখাস্বরুপ

 


     



অস্য দেবস্য মীড়হুষো বয়া বিষ্ণোরেসষ্য প্রভুতে হবির্ভি: ।

অনুবাদ: অন্যদেবগণ যজ্ঞে হব্যদ্বারা প্রাপনীয় আর অভিষ্ঠদাতা বিষ্ণুর শাখা/অংশ স্বরুপ।
............ ঋগ্বেদ ৭/৪০/৫




পরো মাত্রয়া তন্বা বৃধান ন তে মহিত্ব মন্বশু বন্তি ।
উভে তে বিদ্ম রজসী পৃথিব্যা বিষ্ণো দেবো ত্বং পরমস্য বিৎসে ।।১।।
ন তে বিষ্ণো জায়মানো ন জাতো দিব মহিম্ম: পরমন্তমাপ ।
উদস্তভ্মা নাকমৃষ্বং বৃহন্তং দাধর্থ প্রাচীং ককুভং পৃথিব্যা ।। ২।।
ইরাবতী ধেনুমতী হিভুতং সূয়বসিনী মনুষে দশস্যা ।
বস্তভ্মা রোদসী বিষ্ণবেতে দাধর্থ প্রথিবী মভেতো ময়ুখৈ।।৩।।
উরুং যজ্ঞায় চক্রথুরু লোকং জন্যয়ন্তা সূর্যমুষাসমগ্নিম্ ।
দাসস্য চিদ্বৃষশিপ্রস্য মায়া জঘ্নথুর্নরা পৃতনাজ্যেষু।। ৪।।


অনুবাদ: হে বিষ্ণু! তুমি মাত্রার অতীত শরীরে বর্ধমান হলে তোমার মহিমা কেউ অনুব্যাপ্ত রেতে পারেনা, পৃথিবী থেকে আরম্ভ করে উভয় লোক আমরা জানি কিন্তু তুমিই কেবল হে দে! পরমলোক অবগত আছো । হে দেব বিষ্ণু! যারা জন্মেছে ও যারা জন্মাবে কেহই তোমার অপার মহিমা দেখতে পায়না। দর্শনীয় বৃহৎ স্বর্গকে তুমি উর্ধ্বে ধারন করেছো। তুমি পৃথিবীর পুর্বদিক ধারন করেছ। হে দাব্যাপৃথিবী ! তোমরা স্তুতিকারী মনুষ্যকে দান করার ইচ্ছাযুক্ত হয়ে অন্নবতী ধেনুবতী ও সুন্দর যববিশিষ্ঠা হয়েছ। হে বিষ্ণু! এই দ্যাবাপৃথিবীকে তুমি বিবিধপ্রকারে ধারন করেছ। সর্বত্র স্থিত ময়ুখদ্বারা এ পৃথিবীকে ধারন করেছ। হে ইন্দ্র ও বিষ্ণু ! সুর্য, অগ্নি ও উষাকে উৎপাদন করে তোমরা যজমানের জন্য বিস্তীর্ণলোক নির্মাণ করেছ। হে নেতাদ্বয়! সংগ্রামে বৃষশিপ্র নামক দাসের মায়াকে বিনস্ট করেছ। ৭/৯৯/(১-৪)
.......................... ঋগ্বেদ ৭/৯৯/(১-৪)

No comments:

Post a Comment