Friday, April 2, 2021

দয়ানন্দের ভাষ্যে বৈষ্ণব বৈষ্ণবী

 

   




রক্ষোহণো বো বলগ্রহণ: প্রোক্ষামী বৈষ্ণবান । রক্ষোহণো বো বলগহনোহবনয়ামি বৈষ্ণবান্ । রক্ষোহণো বো বলগহনোহবস্তৃণামি বৈষ্ণবান । রক্ষোহণৗ বাং বলগহণা উপদধামি বৈষ্ণবী । রক্ষহণৌ বাং বলগহণৌ পর্যূহামি বৈষ্ণবী । বৈষ্ণবমসি বৈষ্ণবা স্থ ।।
.......................................................... শুক্লযযুর্বেদ ৫/২৫।।


অনুবাদ: হে শুদ্ধসত্ত্বসমহ, ভগবানের অংশরুপ , অজ্ঞান অন্ধকার নাশক, মায়ামোহ বিনাশক , তোমারদের ভগবানের উদ্দেশে নিযুক্ত করছি । ভগবানের অংশস্বরুপ, বিঘ্নপাসরক, অন্তর ও বাহিরের মোহজনক প্রবৃত্তিনাশক তোমাদের ভগবানের প্রীতির জন্য সুসংস্কৃত করছি। হে আমাদের হৃদয়ের শুদ্ধসত্ত্ব ভাব সমুহ, ভগবানের অংশস্বরুপ, বিঘ্নকারির বিনাশক, মায়ামোহদির অপসারক তোমাদের ভগবানের উদ্দেশে বিস্তৃত করছি। হে জ্ঞাণ ও কর্ম, ভগবানের অঙ্গিভূত: অজ্ঞাণ অন্ধকার নাশক, মোহজনক অন্তর ও বাহিরের প্রবৃত্তি বিনাশক তোমাদের দুজনকে ভগবৎপ্রতীর উদ্দেশে নিযুক্ত করছি। তোমরা ভগবৎসম্মন্ধীয়, সৎকর্ম বিঘাতকের বিনাশক, মোহাদিনাশক, তোমাদের ভগবানের সাথে বিলীন করছি। হে শুদ্ধসত্ত্ব, তুমি বৈষ্ণব, হে শুদ্ধসত্ত্বভাবসমুহ, তোমরা বিশ্বরুপ ভগবানের প্রীতিসাধক হও। ৫/২৫
নিচে দয়ানন্দ স্বরস্বতীর যযুর্বেদ ভাষ্যর অম্বয়ে মার্ক করে দিয়েছি। ওখানেও বৈষ্ণবী কথাটা আছে। উনার অনুবাদ উনি করেছেন যারা ওনাকে মানে তারা ওনারটা ফলো করবে, আমি বা আমরা করবোনা।

No comments:

Post a Comment