Thursday, May 13, 2021

বেদের বরাহ

 বেদে বরাহরুপি পরমাত্মা:


…………………………………………… দেবা যদ্যজ্ঞং তম্বানা অবধ্ন পুরুষং পশুম্।

অনুবাদ: দেবগন মানস যজ্ঞে বিরাট পুরুষকেই পশুরুপে ভাবনা করেছিলেন।

……… শুক্ল যজুর্বেদ ৩১/১৫



দিবো বরাহমরুষং কপর্দিনং ত্বেষং রুপং নমস্য নি হ্বয়ামহে।

হস্তে বিভ্রদ্ভেষজা বাষাণি শর্ম বর্ম ছর্দিরস্মভ্যং যৎসৎ।।৫



অনুবাদ: ঐ স্বর্গীয় উৎকৃষ্ট বরাহের মতো দৃঢ়, অরুণবর্ণ, কপদৌ, দীপ্তিমান্ আর উজ্জ্বল ধর রুদ্র কে নমস্কার দ্বারা বলা হয়। হাত দিয়ে বরণীয় ভেষজ ধারন করে ওনার সুখ, বর্ম আর ঘর প্রদান করো।

.............. ঋগ্বেদ ১/১১৪/৫


বরাহ অবতার

………… কৃষ্ণ যজুর্বেদ ৭/১/৫




No comments:

Post a Comment