অসৎ গুরু বর্জন:
গুরু যদি অধঃপতিত হয়, তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গুরোর অপ্যবলিপ্তস্যকার্যাকার্যম অজানতঃ উৎপথ-প্রতিপন্নস্য পরিত্যাগো বিধীয়তে ॥
অনুবাদ: যদি গুরুদেব ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্বজ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবৎসেবার পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত।
...................... মহাভারত, উদ্যোগ পর্ব- ১৭৯/২৫
পরমার্থগুর্ব্বাশ্রয়ো ব্যবহারিক গুর্ব্বাদিপরিত্যাগে নাপিকর্তব্য।
অনুবাদ: ব্যবহারিক গুরু, লৌকিক গুরু (কুলগুরু) প্রভৃতি অযোগ্য গুরু পরিত্যাগ করে পারমার্থিক গুরুর আশ্রয় গ্রহণ করবে।
.................. ভক্তিসর্ন্দভ-
২১০ অনু
No comments:
Post a Comment