Sunday, June 20, 2021

বেদের ইন্দ্র আর কৃষ্ণ/বিষ্ণু একই:

বেদের ইন্দ্র আর কৃষ্ণ/বিষ্ণু একই:


স হোবাচ বালিকির্য........... ইন্দ্রো বৈকুণ্ঠোহপরাজিতা সেনেতি বা অহমেতমুপাস ইতি...........। 

অনুবাদ: বালিকি বলিলেন, ...... আমি তাঁহাকে বৈকুণ্ঠ ইন্দ্র ও অপরাজিত সেনারুপে উপাসনা করি।.....

............... কৌষিতকি উপনিষধ ৪/৭ অথবা ৩৭।



বিষ্ণোঃ কর্মণি পশ্যত যত ব্ৰতানি পস্পশে। ইন্দ্রস্য যুজ্য সখা।।৩৩॥

অনুবাদ: বিষ্ণুর (যজ্ঞপুরুষ) মহান্ কর্মসমূহকে প্রত্যক্ষ করো, যাঁর দ্বারা এই যজ্ঞ ইত্যাদি ব্রত নিঃসৃত হয়েছে। সেই বিষ্ণু ইন্দ্রের সখা।

................ শুক্ল যজুর্বেদ ১৩/৩৩।



No comments:

Post a Comment