Sunday, August 29, 2021

বিষ্ণুই বেদের ইন্দ্র

 বিষ্ণুই বেদের ইন্দ্র:





লহ্মী পতি বিষ্ণু  ও নিবাসস্থল বৈকুণ্ঠ
................... ঋগ্বেদ ১০মন্ডল ৪৭ নং  ও ৪৮ নং সুক্ত।




বিষ্ণোঃ কর্মণি পশ্যত যত ব্ৰতানি পস্পশে। ইন্দ্রস্য যুজ্য সখা।।৩৩॥

................ শুক্ল যজুর্বেদ ১৩/৩৩।



স হোবাচ বালিকির্য........... ইন্দ্রো বৈকুণ্ঠোহপরাজিতা সেনেতি বা অহমেতমুপাস ইতি...........। 

............... কৌষিতকি উপনিষধ ৪/৭ অথবা ৩৭।



দৈব্য ইন্দ্রায় বিষ্ণু: সুকৃতে সুকৃত্তর




এখানে বিষ্ণু ও ইন্দ্র উভয়ই শোভন কর্তা

.............. ঋগ্বেদ ১/১৫৬/০৫




ইন্দ্রায় বৃষ্ণে সুমখায় সহ্যং সখ্যে সখায়স্তন্বে তনূভি:

এখানে দেওয়া  পূর্ববর্তী মন্ত্রেও ইন্দ্রায় বিষ্ণু রয়েছে

.............. ঋগ্বেদ ১/১৬৫/১১



বীভৎসূনাং সযূজং হংসমাহুরপাং দিব্যানাং সখ্যে চরন্তম্।
অনুষ্টুভমনু চর্চূর্যমাণমিন্দ্রং নি চিক্যুঃ কবয়ো মনীষা।। ৯।।



অনুবাদঃ সে সকল ভীত দিব্যজলের সঙ্গী হয়ে যিনি তাদের বন্ধুত্ব অাচরণ করেন, তাঁকে হংস বা সূর্য্য বা ইন্দ্র বলে। তিনি স্তবের যোগ্য, তিনি জলের পশ্চাৎ পশ্চাৎ ভ্রমণ করেন। বিদ্বানগণ বুদ্ধিবলে তাকে ইন্দ্র বলে স্থির করেছেন।।

বিষ্ণু/কৃষ্ণ/নারায়ন হংস রপেও অবতারী হন।

.......................১০/১২৪/৯।। ঋগ্বেদ।।




বেদের ইন্দ্র যে লহ্মী পতি বিষ্ণুরই স্বরুপ এই সুক্ত ও মন্ত্রগুলি থেকে স্পস্ট ভাবেই প্রমান হয়।



বিষ্ণু/ কৃষ্ণই যে ইন্দ্র তার কিছু প্রমান দেখা যাক

  • সনতকুমার সংহিতার ৭৬নং শ্লোক
  • পদ্মপুরান, পাতাল খন্ডম, অধ্যায় ৫০, শ্লোক নং ৫৬
  • গীতা ১০/২২
  • কৃষ্ণ বলেনআমিই  ত্রিভুবনে সেই সেই বেশেসেই সেই রুপে বিষ্ণু, ব্রহ্মা    ইন্দ্র এবং উৎপত্তি  লয়ের কারণ হয়ে থাকি৬৯/১৪ অশ্বমেধিক পর্ব)

No comments:

Post a Comment