Saturday, October 2, 2021

বিষ্ণু পুরান পদ্মপুরানের পরে এসেছে:

বিষ্ণু পুরান পদ্মপুরানের পরে এসেছে:


আসুন দেখে নেই পুরানের ক্রম

ব্রাহ্মং পাদ্মং বৈষ্ণবঞ্চ শৈবং ভাগবতং তথা।

যথান্যং নারদীয়ঞ্চ মার্কেন্ডেয়ঞ্চ সপ্তমম্ ।

আগ্নেয়মষ্টমঞ্চৈব ভবিষ্যং নবমং তথা ।। ২২

দশমং ব্রহ্মবৈবর্ত্তং লৈঙ্গমেকাদশং স্মৃতম্ ।

বরাহং দ্বাদশঞ্চৈব স্কান্দঞ্চাত্র ত্রয়োদশম্ ।।২৩

চতুর্দ্দশং বামনঞ্চ কৌর্ম্মং  পঞ্চদশং স্মৃতম্ ।

মাৎস্যঞ্চ গাড়ুরঞ্চৈব ব্রহ্মাণ্ডঞ্চ তত: পরম্ ।।২৪।।

 

অনুবাদ: তন্মধ্যে প্রথম ব্রাহ্মপুরাণ, দ্বিতীয় পদ্ম পুরাণ, তৃতীয় বিষ্ণু পুরাণ, চতুর্থ শিব পুরাণ, পঞ্চম ভাগবত পুরাণ, ষষ্ঠ নারদীয় পুরাণ, সপ্তম মার্কন্ডেয় পুরাণ, অস্টম অগ্নি পুরাণ, নবম ভবিষ্য পুরাণ, দশম ব্রহ্মবৈবর্ত পুরাণ, একাদশ লিঙ্গ পুরাণ, দ্বাদশ বরাহ পুরাণ, ত্রয়োদশ স্কন্দ পুরাণ, চতুদর্শ বামন পুরাণ, পঞ্চদশ কূর্ম্ম পুরাণ, ষোড়শ মাৎস্যপুরাণ, সপ্তদশ গরুড় পুরাণ, অস্টাদশ ব্রহ্মান্ড পুরাণ ।

…………… অধ্যায় ১৬, তৃতীয়াংশ, বিষ্ণু পুরাণ ।




ব্রহ্মং পাদ্মং বৈষ্ণবঞ্চ শৈবং ভাগবতং ।

ভবিষ্যং নারদীয়ঞ্চ মার্কেন্ডেয়মত: পরম্।

আগ্নেয়ং ব্রহ্মবৈবর্ত্তং লৈঙ্গং বরাহমেব ।।৩৯

স্কান্দঞ্চ বামনঞ্চৈব কৌর্স্মং সাৎস্যঞ্চ গার

ব্রহ্মাণ্ডখ্যমিতিপুণ্যোহরং পুরাণানমসুক্রম: ।।৪০


অনুবাদ: ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ, নারদ পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ,   লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কূর্ম পুরাণ, মৎস পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মান্ড পুরাণ।

………… শিব পুরান, বায়বীয় সংহিতা, প্রথম অধ্যায়




ব্রাহ্মং পাদ্ম্যং বৈষ্ণবং চ শৈব লৈঙ্গং সগারুড়ম্।

নারদীয় ভাগবতমাগ্নেয়ং স্কান্দসংজ্ঞিতম্ ।।২৩

ভবিষ্যং ব্রহ্মবৈবর্তং মার্কেন্ডেয়ং সবামনম্ ।

বরাহাং মাৎস্যং কৌর্মং চ ব্রহ্মাণ্ডখ্যমিতি ত্রিষট্।।২৪

 

অনুবাদ: ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, গড়ুর পুরাণ, নারদ পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দপুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরান, মৎস পুরাণ, কূর্ম পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ।

…………… ভাগবত ১২ স্কন্দ, ৭ম অধ্যায়, ২৩-২৪শ্লোক



ছবিটি পঞ্চনন তর্করত্নের বিষ্ণু পুরান


ছবিটি গীতা প্রেসের বিষ্ণু পুরান

No comments:

Post a Comment