কৃষ্ণই গণেশ:
যা এব মুলপ্রকৃতির্যস্যা:
পুত্রো গণেশ্বর: ।
কৃত্বা কৃষ্ণব্রতং সাচ
লেভে গণপতিং সুতং।২১।।
স্বাংশেন কৃষ্ণো ভগবান
বভুত চ গণেশ্বর:।২২।।
অনুবাদ:
গণেশজননী মূলপ্রকৃতি ভগবতী দুর্গাদেবী পরাৎপর পরমাত্মা কৃষ্ণের ব্রত অবলম্বন করিয়া
তৎপ্রসাদে গণপতিকে পুত্ররুপে প্রাপ্ত হইয়াছিলেন। ভগবান কৃষ্ণ সীয় অংশে গণেশরুপে সমুৎপন্ন
হন।।
……………… অধ্যায়
৬৬, ব্রহ্মবৈবর্ত পুরান প্রকৃতি খন্ডম।
এই পুস্পক ব্রতের প্রভাব দ্বারা স্বয়ং গোলোকনাথ শ্রীকৃষ্ণ পার্বতীর গর্ভ থেকে উৎপন্ন হয়ে আপনার পুত্র হবেন। ঐ কৃপানিধি স্বয়ং সমস্ত দেবগণের ইশ্বর। এই জন্য ত্রিলোকে গণেশ নামে বিখ্যাত।
..................... অধ্যায় ০৬, ব্রহ্মবৈবর্ত পুরান, গণপতি খন্ড।
No comments:
Post a Comment