Sunday, December 26, 2021

পঞ্চরাত্র:

 পঞ্চরাত্র:



পঞ্চরাত্র শাস্ত্র মানবেন কিনা প্রশ্ন উঠতে পারে দেখা যাক পঞ্চরাত্র নিয়ে কোথাও কিছু লেখা আছে কিনা-

সাংখ্যং যোগ: পঞ্চরাত্রং বেদারণ্যকমেব চ।

জ্ঞানান্যেতানি ব্রহ্মর্ষে লোকেষু প্রচরন্তি হ ।।


অনুবাদ: জনমেজয় কহিলেন, ভগবান! সাংখ্যযোগ, পঞ্চরাত্র ও আরণ্যকবেদ এই তিন জ্ঞানশাস্ত্র সমুদায় লোকে প্রচারিত রহিয়াছে;


………… ০১নং শ্লোক, ৩৫০অধ্যায়, শান্তিপর্ব, মহাভারত(কালিপ্রসন্ন সিংহ)।


অনুবাদ: জনমেজয় পুছা- ব্রহ্মর্ষে! সাংখ্য, যোগ, পাঞ্চরাত্র ও বেদংকে আরাণ্যকভাগ- যো চার প্রকারকে জ্ঞাণ সম্পূর্ণ লোকংমেং প্রচলিত হো ।

………… ০১নং শ্লোক, ৩৪৯অধ্যায়, শান্তিপর্ব, মহাভারত (গীতা প্রেস)।



অনুবাদ: জনমেজয় কহিলেন- ব্রহ্মর্ষি! সাংখ্যজ্ঞাণ, যোগজজ্ঞাণ, পাঞ্চরাত্র শাস্ত্রোক্ত জ্ঞাণ এবং উপনিষদুক্ত জ্ঞাণ এই চার প্রকার জ্ঞাণ জগতে প্রচলিত রয়েছে।

………… ০১নং শ্লোক, ৩৩৩অধ্যায়, শান্তিপর্ব, মহাভারত (হরিদাস সিদ্ধান্ত বাগীশ)।



পঞ্চরাত্রস্য কৃৎস্নস্য বেত্তা তু ভগবান্ স্বয়ম্ ।
সর্বেষু চ নৃপশ্রেষ্ঠ ! জ্ঞাণেন্বেতেষু দৃশ্যতে ।। ৬৭।।


অনুবাদ: রাজশ্রেষ্ঠ ! ভগবান্ স্বয়ং নারায়নণই সমস্ত পাঞ্চরাত্র শাস্ত্রের বক্তা এবং সকল শাস্ত্রে সমস্ত বিষয়ই দেখিতে পাওয়া যায়।

…… ৩৩৩ অধ্যায়, শান্তি পর্ব, মহাভারত।



২) কৃষ্ণযজুর্বেদ(তৈতরিয় সংহিতা) ৭ম কান্ড, ১ম প্রপাঠক, ১০ম মন্ত্র----- এখানে পঞ্চরাত্র যাগের বিধান রয়েছে।


৩) শতপথ ব্রাহ্মনে ১৩.৬.১ এ পঞ্চরাত্র যাগের বিধান রয়েছে।


৪) শঙ্করাচার্য তার বেদান্তসুত্রে ২/২/৪২ এ পঞ্চরাত্র অনুসারে উপাসনার উদ্ধৃতি দিয়েছেন ।


ছবিটি: আহিরবুধনিয়া সংহিতা ১১অধ্যায়

৫) আহিরবুধনিয়া সংহিতা, সত্য সংহিতা, ঈশ্বরা সংহিতা, পচকারা সংহিতা ইত্যাদিতে পঞ্চরাত্র সম্পর্কে উদ্ধৃতি আছে । রামানুচার্যের পঞ্চরাত্র আগমের আহিরবুধনিয়া সংহিতার ভাষ্য আছে ।

No comments:

Post a Comment