জগদ্ব্যাপারবর্জম্ প্রকরণাৎ অসন্নিহিতত্বাচ্চ।।
বেদান্ত সূত্র ৪/৪/১৭
মুক্তপুরুষের
ব্রহ্মত্ব প্রাপ্তির কথা উল্লেখ আছে। উহা কিন্তু জগদ্ব্যাপারবর্জং অর্থাৎ সৃষ্টি-স্থিতি-নাশ
রুপে কার্য একমাত্র পরব্রহ্মস্বরুপেরই। মুক্ত
পুরুষের ব্রহ্মত্ব প্রাপ্তি হলেও সে জগদ্ব্যাপার লাভ করেন না।
অনাবৃত্তি:
শব্দাদনাব্রত্তি শব্দাৎ
বেদান্ত
সুত্র ৪/৪/২২
আব্রহ্মভুবনাল্লোকা:
পুনরাবর্তিনোহর্জুন।
মামুপেত্য
তু কৌন্তেয় পুণর্জন্ম ন বিদ্যতে।।
আমাকে প্রাপ্ত
হলে আর পুনর্জন্ম হয় না। এই সুত্রে তাহাই বলিয়াছেন। মুক্ত আত্মার আর পুনরাবৃত্তি হয়
না।
………….গীতা
৮/১৬
কর্মই পুনর্জন্মের
কারণ। মুক্ত পুরুষের সঞ্চিত প্রারব্ধ ও ত্রিয়মান সর্বপ্রকার কর্মের বীজ নি:শেষে ধ্বংস
প্রাপ্ত হয়। সুতরাং পুনর্জন্মের কারণ বিদ্যমান না থাকায় পুনর্জন্ম অসম্ভব।
No comments:
Post a Comment