Friday, April 22, 2022

রঘু বংশী প্রভু রাম:

 রঘু বংশী প্রভু রাম:





অব্যক্তপ্রভবো ব্রহ্মা শাশ্বতো নিত্য অব্যয়:।

তস্মান্মরীচি: সংজজ্ঞে মরীচে: কশ্যপ: সুত:

বিবস্বান্ কশ্যপাজ্জজ্ঞে মনুর্বৈবস্বত: স্মৃত:।।


অনুবাদ: ব্রহ্মা হলেন বাক্যাতীতি, চিরন্তন, সদৈকরুপ এবং অবিনাশী। তাঁর থেকে ব্রহ্মা থেকে মরীচির উৎপত্তি। মরীচির পুত্র কশ্যপ। কশ্যপ থেকে বিবস্বান্ এবং বিবস্বান্ থেকে বৈবস্বত মনুর জন্ম।


মনু: প্রজাপতি: পূর্বমিক্ষ্বাকুশ্চ মনো: সুত:।

তমিক্ষ্বাকুময়োধ্যায়াং রাজানং বিদ্ধি পূর্বকম্।।

অনুবাদ: এই মনুই পূর্ব প্রজাপতি নামে খ্যাত। মনুর পুত্র ইক্ষ্বাকু  এই ইক্ষ্বাকু অযোধ্যার প্রথম রাজা বলে জানবেন।


............ (২০-২১)নং শ্লোক৭০সর্গ, বালকান্ড, বাল্মীকি রামায়ন।


প্রভু ব্রহ্মা থেকে প্রভু রাম পর্যন্ত সিরিয়াল:

) ব্রহ্মা

) মরীচি

) কশ্যপ

) বিবস্বান্

) বৈবস্বত মনু

) ইক্ষ্বাকু

) কুক্ষি

) বিকুক্ষি

) বাণ

১০) অনরণ্য

১১) পৃথু

১২) ত্রিশঙ্কু

১৩) ধুন্ধুমার

১৪) যুবনাশ্ব

১৫) মান্ধাতা

১৬) সুসন্ধি

১৭) ধ্রুবসন্ধি

১৮) ভরত

১৯) অসিত

২০) সগর

২১) অসমঞ্জ

২২) অংশুমান

২৩) দিলীপ

২৪) ভগীরথ

২৫) কাকুৎস্থ

২৬) রঘু

২৭) শঙ্খণ

২৮) সুদর্শন

২৯) অগ্নিবর্ণ

৩০) শীঘ্রগ

৩১) মরু

৩২) পশুশ্রুক

৩৩) অম্বরীষ

৩৪) নহুষ

৩৫) যযাতি

৩৬) নাভাগ

৩৭) অজ

৩৮) দশরথ

৩৯) রাম


..................... (২০-৪৫)নং শ্লোক, ৭০সর্গ, বালকান্ড, বাল্মীকি রামায়ন।


No comments:

Post a Comment