Sunday, August 21, 2022

সত্যই ধর্মের মূল

  সত্যই ধর্মের মূল


ধর্মমূলনমিদং রাম বিঘ্নিতঞ্চ সতামপি।
তৎসত্যং ন ত্যজে দ্রজা কুপিতস্ত্বৎকৃতে যথা।

অনুবাদঃ রাম! সত্যই ধর্মের মূল কারন ইহা সাধুমাত্রেই জানেন; এজন্য তোমাকে বলিতেছি তুমি এরুপ করো, যাহাতে রাজা দশোরথ তোমার নিমিত্ত আমার উপর রাগ করিয়া সেই সত্য পরিত্যাগ না করেন।
......... ২৪ অষ্টাদশ স্বর্গ অযোধ্যা কান্ড, বাল্মীকি রামায়ন।


ইতিহাস পঞ্চম বেদ। তার মানে মহাভারত অার রামায়ন পঞ্চম বেদ। স্মৃতি ও শ্রুতির বিরোধে শ্রুতির নির্দেশ মান্য।
"বেদ অাখিল ধর্ম মূলম্" স্মৃতির বাক্য। যদিও সেখানে কর্মকান্ড-জ্ঞানকান্ড সম্পর্কেও আলাদা করে কিছু বলা নাই।

No comments:

Post a Comment