Sunday, May 28, 2023

শুদ্রের পুজার অধিকার:

 শুদ্রের পুজার অধিকার:


শ্রী শিব উবাচ-

ব্রহ্মণৈ: ক্ষত্রিয়ৈবৈশ্যৈ: শুদ্রৈরেব চ জাতিভি:।

বামভাগ-প্রভাবেণ কর্তব্যং জপ-পূজনম্।।

যৈ শাক্ত ব্রহ্মণা দেবি! ক্ষত্রিয়া ব্রাহ্মণা: স্মৃতা:।

বৈশ্যাশ্চ ব্রাহ্মণাশ্চণ্ডি! সর্বৈ শুদ্রাশ্চ ব্রাহ্মণা:।।

 


অনুবাদ: শ্রী শিব বলেন- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শুদ্র জাতির দ্বারা বামভাবের প্রভাবের অনুসারে জপ এবং পুজা করা উচিৎ। হে দেবি! যে ব্রাহ্মণ শাক্ত তিনি ত্রিনেত্র চন্দ্রেশ্বর স্বরুপ হন। যে ক্ষত্রিয় শাক্ত তিনি ব্রাহ্মণ স্বরুপ হন। যে বৈশ্য শাক্ত তিনিও ব্রাহ্মণ স্বরুপ হন। হে চণ্ডি! শাক্ত হওয়ার কারনে শুদ্রও ব্রাহ্মণস্বরুপ হয়ে যান।

………………৫-৬ নং শ্লোক,  দ্বিতীয় পটল মুণ্ডমালা তন্ত্র।


ব্রাহ্মণৈ ক্ষত্রিয়ৈবৈৃর্বৈশ্যৈ শূদ্রৈশ্চ কৃতলক্ষণৈ:।

অর্চনীয়শ্চ সেব্যশ্চ পূজনীয়শ্চ মাধব:ভ

সাত্বতং বিধিমাস্থায় গীত: সঙ্কর্ষণেন য:।।

 

অনুবাদ: যথাবিধি দীক্ষাগ্রহণপূর্বক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও মূদ্রগণ কতৃকও শ্রীমাধব অর্চনীয়, সেব্য ও পূজনীয় হন। সাত্বত বিধি অবলম্বন পূর্বক  সঙ্কর্ষণ কতৃক শ্যীকৃষ্ণই কীর্তিত হয়েছেন।

…………… ৬৬/৩৯ ভীষ্ম পর্ব , মহাভারত।


No comments:

Post a Comment