Friday, July 28, 2023

পঞ্চ দেবী:

 পঞ্চ দেবী:


ত্বাং বিশো বৃণতাং রাজ্যায় ত্বামিমা: প্রদিশ: পঞ্চ দেবী:। 

বর্ষ্মন্ রাষ্ট্রস্য ককুতি শ্রয়স্ব ততো ন উগ্রো বি ভজা বসুনি।।২।।

অনুবাদ: হে রাজা, প্রজাগণ রাজকর্মে তোমার সেবা করুক। এ পরিদৃশ্যমান পূর্বাদি (উর্ধ্বসহ) পঞ্চদিকের অভিমানী দেবতা তোমাকে বরণ করুক। তারপর রাস্ট্রে শরীরে ককুদের মতো উন্নত স্থানে(অথবা সিংহাসনে) উপবেশন করে শত্রুর দ্বারা অনভিভূত হয়ে সেবক আমাদের যথাযোগ্য ধন দাও।

…….. অথর্ববেদ তৃতীয় কাণ্ড প্রথম অনুবাক চতুর্থ সুক্ত দুই (৩/১/৪/২)


পঞ্চ দিশো দৈবীর্যজ্ঞমবন্ত্ত দেবীরপামতিং দুর্মতিং বাধমানা:।

রায়স্পোষে যজ্ঞপতিমাভজন্তী রায়স্পোষে আধ যজ্ঞো অস্থাৎ।।৫৪।।


অনুবাদ: পঞ্চ দৈবী দিক আমাদের দিক আমাদের দুর্মতি বিনাশ করে আমাদের যজ্ঞ রক্ষা করুক, যজমানকে ধনপুষ্টির ভাগী করুক, আমাদের যজ্ঞ সমৃদ্ধ হোক।৫৪। 

.................. শুক্ল যযুর্বেদ ১৭ অধ্যায় মন্ত্র ৫৪।


শ্রী নারায়ন উবাচ।

গণেশজননী দুর্গা রাধা লক্ষ্মী: সরস্বতী।

সাবিত্রী চ সৃষ্টিবিধৌ প্রকৃতি: পঞ্চধা স্মৃতা্ ।।১।।

অনুবাদ: ভগবান নারয়ন নারদকে সম্বোধন করিয়া বলিলেন, বৎস! যিনি বেদাদি সর্ব্ব শাস্ত্রেই ( ত্রিগুণসাম্যরস্থ মায়াশবলিত পরমক্ষ্মরুপিণী ‘প্রকৃতি’ নামে খ্যাত, সেই পরা প্রকৃতিই সৃষ্টিসময়ে গণেশজননী দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী ও সাবিত্রী এই পঞ্চমুর্তিতে আবির্ভূত হন।।১।। 

....................দেবীভাগবত নবম স্কন্দ প্রথম অধ্যায় এক নং শ্লোক। ( ৯/১/১)

No comments:

Post a Comment