Friday, July 28, 2023

কুরুক্ষেত্রিও যুদ্ধ সম্পর্কে তথ্য

 কুরুক্ষেত্রিও যুদ্ধ সম্পর্কে তথ্য:


প্রশ্ন: 

1/মহাভারতে যুদ্ধ কে কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয়েছে কেন
2/
এই যুদ্ধ কবে কখন শুরু হয়েছে কোন দিন শুরু হয়েছিল
3/
স্থানে কোন কোন নদী প্রবাহিত হয়েছিল ?
4/
কোন দেবতার আশীর্বাদ ছিল স্থানের উপর
5/
সেই সময় নক্ষত্রের অবস্থান কি ছিল? তারিখ সহো জানাবেন




উত্তর:

১) মহাভারতের মূল বৃত্তান্ত হল চন্দ্রবংশীয় দুই পরিবার পাণ্ডব ও কৌরব তথা ধর্ম ও অধর্ম পক্ষের মধ্যে মহাসংঘর্ষ। পঞ্চপাণ্ডব ও শতকৌরবের মধ্যে ভূমির অধিকার সম্পর্কিত যে যুদ্ধ হয়, তা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত।

২) যুদ্ধ ১৬ই অক্টোবর, ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল।

৩) কুরুক্ষেত্রের যুদ্ধটি পারুস্নি (পরবর্তী নাম রবি) নদীর তীরে সংঘটিত হয়েছিল।

৪) পাণ্ডুর প্রতি মৃগরূপী মুনির শাপ

৫) কৃষ্ণপক্ষের এই পঞ্চদশ দিন এবং শুক্ল প্রতিপদ এই ষোড়শ দিনই স্বৰ্য্য অস্তগত হইলেই একাদিক্ৰমে গন্ধকার হয়। মহাভারতের যুদ্ধের ষোড়শ দিন স্বর্য অস্তগত হইলেক্ট যপন অন্ধকুর ছিল তখন এই কৃষ্ণপক্ষেই মহাভারতের যুদ্ধ হইয়াছিল । এবং মহাভারতের যুদ্ধের প্রথম দিন কৃষ্ণা প্রতিপদ ছিল। অতএব কৃষ্ণ প্রতিপদে যুদ্ধ আরম্ভ হইয়াছিল।




No comments:

Post a Comment